রিও ডি জেনিইরো , 29 জুন : ফের একবার কোপা আমেরিকার মাঠ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ৷ চিলির বিরুদ্ধে শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল রিও ডি জেনিইরোর নিলটন স্যান্টোস স্টেডিয়ামে খেলবে ব্রাজিল ৷ যে স্টেডিয়াম নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে ৷
ইনস্টাগ্রামে নেইমার একটি ছবি পোস্ট করেন ৷ ক্যাপশনে লেখেন, ‘‘কোথায় ব্রাজিল তার পরের ম্যাচ খেলতে চলেছে ?’’ ছবিটি 2012 সালের অলিম্পিক্সের সময় ওয়েম্বলি স্টেডিয়ামের ৷ পেরুকে 4-0 গোলে হারানোর দিনেও রিওর মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নেইমার ৷