প্যারিস , 9 অক্টোবর : 2021 সালের ব্যলন ডি'অর পুরস্কারের জন্য ছয় ধাপে 30 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। প্রতিটি ধাপে পাঁচ জন করে মনোনীত ফুটবলারের নাম ঘোষণা করা হয় ৷ তৃতীয় ধাপে লিওনেল মেসির নাম ঘোষণা করা হয় ৷ মেসি-রোনাল্ডো ছাড়া 30 জনের তালিকায় নাম রয়েছেন নেইমার, এমবাপে, বেঞ্জেমার ৷ 29 নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে দেওয়া হবে এই পুরস্কার ৷
গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন মেসি । আন্তর্জাতিক ফুটবলে 28 বছরের খরা কাটিয়ে দেশকে প্রথম ট্রফি দেন তিনি ৷ টুর্নামেন্টে চারটি গোল করে ও পাঁচটি করিয়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেন মেসি। তবে বার্সেলোনার হয়ে বিদায়ী মরশুমটা ভাল কাটেনি আর্জেন্টাইন তারকার ৷ যদিও ব্যক্তিগত নৈপুণ্যে বরাবরের মতোই ছিলেন উজ্জ্বল তিনি। লা-লিগায় সর্বাধিক 30টি গোল করে রেকর্ড গড়ে অষ্টমবারের মতো পিচিচি ট্রফি জেতেন ৷ এর আগে রেকর্ড ছ'বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি ৷ এবার সাত নম্বর ব্যলন ডি'অরের দৌড়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার ৷