পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

AFC CUP : ভারসাম্যের ফুটবল দর্শনে হাবাসের তুরুপের তাস রয়-জনি-হুগো - প্রস্তুতি

জোরকদমে চলছে এটিকে মোহনবাগানের এফসি কাপের প্রস্তুতি ৷ এটিকে শিবিরে এসে পৌঁছে গিয়েছেন কোচ হাবাসের তিন তুরুপের তাস ৷ রয় কৃষ্ণা, জনি কাউকো এবং হুগো বুমোস ৷ আর দলের সাফল্য নিয়ে এটিকে মোহনবাগান কোচের মন্ত্র, রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণের মধ্যে সঠিক ভারসাম্যই সাফল্য এনে দিতে পারে দলকে ৷

AFC Cup Preparation for ATK Muhan bagan
AFC CUP : রক্ষণ-মাঝমাঠ-আক্রমণের ভারসাম্যে এএফসি কাপের প্রস্তুতি হাবাসের

By

Published : Aug 11, 2021, 6:35 PM IST

কলকাতা, 11 অগস্ট : কয়েকদিন আগেই এটিকে মোহনবাগান (ATK Muhan bagan) শিবিরে যোগ দিয়েছেন রয় কৃষ্ণা (Roy Krishna) ৷ তবে, মোহনবাগানে খেলার সুবাদে খুব দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি । অন্যদিকে, ইউরো খেলে সবুজ মেরুন জার্সিতে খেলতে প্রথমবার ভারতে এলেন ফিনল্যান্ডের জনি কাউকো । মিডফিল্ডার হলেও গোল করা পাখির চোখ তাঁর । অন্যদিকে, হুগো বুমোস মুম্বই সিটি এফসি থেকে প্রথমবার এটিকে মোহনবাগানের হয়ে খেলতে এসেছেন ৷ তাঁকেও পুরনো ছন্দেই দেখা গেল অনুশীলন পর্বে ৷ আর এই দৃশ্য কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে এটিকে মোহনবাগান কোচকে ৷

এটিকে কোচ আন্তেনিয়ো লোপেজ হাবাস (Antonio Lopez Habas) জানাচ্ছেন, তিনি অজুহাত দিতে পছন্দ করেন না ৷ কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে সবাইকে চলতে হচ্ছে । বিধিনিষেধ মেনে থাকতে হচ্ছে ৷ তার মধ্যে যেভাবে প্রস্তুতি চলেছে তাতে তিনি খুশি ৷ 14 অগস্ট মালদ্বীপের উদ্দেশে রওনা হচ্ছে এটিকে মোহনবাগান দল । নতুন মরসুমে দলে বেশকিছু নতুন মুখ এনেছে এটিকে ম্যানেজমেন্ট । তবে, এই মুহূর্তে এএফসি কাপের প্রস্তুতি একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন সবুজ মেরুন হেড স্যার । প্রতিদিন অনুশীলনের মধ্যে দিয়ে দলকে তৈরি করার কাজে ব্যস্ত স্প্যানিশ কোচ বলছেন, ‘‘ম্যাচে ভাল পারফরম্যান্স একমাত্র লক্ষ্য ৷’’

নতুন মরসুমে দল গড়ার সময় যাঁদের প্রয়োজন, তাঁদেরই দলে নেওয়ার উপর জোর দিয়েছেন হাবাস ৷ আক্রমণে রয় কৃষ্ণা, হুগো বুমোস এবং জনি কাউকো খেলবেন । সমালোচকরা বলছেন সেরা আক্রমণভাগ এটিকে মোহনবাগানের ৷ কিন্তু, হাবাসা কী বলছেন তাঁর দল নিয়ে ? তাঁর কথায়, ‘‘এরা প্রত্যেকেই ভাল ফুটবলার ৷ হুগো বুমোসকে গত মরসুমে দেখেছি ৷ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ জনি কাউকো খুব ভাল ফুটবলার ৷ আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য রাখতে পারে ৷ তাই দলের নতুন দুই বিদেশি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে নতুন মরসুমে ৷’’

আরও পড়ুন : এটিকে মোহনবাগানের এএফসি কাপের সূচির ঘোষণা

সেরা আক্রমণভাগ বলা হলেও হাবাস বিশ্বাস করেন ভারসাম্যে । নিজের ফুটবল দর্শন নিয়ে আন্তেনিয়ো লোপেজ হাবাস বলেন, ‘‘ফুটবলে শুধু আক্রমণ বা রক্ষণে কাজ চলে না ৷ ভারসাম্য জরুরি । আমি সেটাই দলকে বলেছি ৷’’ গত মরসুমে ট্রফি শূন্য ছিল সবুজ মেরুনের ক্যাবিনেট । তবে, দলের পারফরম্যান্সে খুশি হাবাস । বিশেষ করে ফুটবলারদের লড়াই দেখে খুশি হয়েছিলেন তিনি । এবার হাবাস দলের সামগ্রিক পারফরম্যান্সে উন্নতি চান । ডেভিড উইলিয়ামস দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন । তাঁর ফিটনেস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে খেলানোর বিষয়ে । এএফসি কাপে (AFC CUP) প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি চেনা । কিন্তু বসুন্ধরা এফসি অচেনা । হাবাস বলছেন, প্রতিযোগিতায় প্রত্যেক দলই সমান গুরুত্বপূর্ণ । তাই সবার বিরুদ্ধে ভাল ফুটবল খেলে সাফল্য পাওয়াই একমাত্র লক্ষ্য হবে এটিকে মোহনবাগানের ৷

ABOUT THE AUTHOR

...view details