কলকাতা, 9 মে : এশিয়ার একাধিক দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷ সেকারণেই এবার এএফসি কাপকে বাতিল করল এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷ এএফসি কাপ বাতিল হওয়ায় যেন স্বপ্নভঙ্গ হল ফুটবলপ্রেমীদের ৷
করোনার প্রকোপ পড়ছে ক্রীড়াক্ষেত্রে ৷ বাতিল হয়েছে একের পর এক ম্যাচ ৷ আইপিএল 2021-এর পর এএফসি কাপ ৷ স্বাভাবিকভাবেই হতাশ ক্রীড়াপ্রেমীরা ৷ সোমবার সবুজ মেরুন ব্রিগেডের মালদ্বীপ উড়ে যাওয়ার কথা ছিল ৷ কিন্তু প্রথমে দলের দুই ফুটবলার প্রবীর দাস, শেখ সাহিল এবং একজন সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ে । ফলে এএফসি কাপ খেলতে যাওয়ার ব্যাপারে বড় প্রশ্ন চিহ্ন দেখা দেয় । পরে দলের অন্দরে খবর আসে মালদ্বীপে খেলতে যাচ্ছে না এটিকে মোহনবাগানের দল ৷ ফলে জল্পনা তুঙ্গে উঠেছিল ৷ কিন্তু সব জল্পনায় জল ঢালল এশিয়ান ফুটবল কনফেডারেশন ৷ বাতিল হল এএফসি কাপ ৷