কলকাতা, 23 অগস্ট : চোটের কারণে এএফসি কাপের তৃতীয় ম্যাচে নেই এটিকে মোহনবাগানের ফরাসি মিডফিল্ডার হুগো বুমোস । হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি ছিটকে গিয়েছেন । এএফসি কাপে এটিকে মোহনবাগানের টানা দুই ম্যাচ জেতার প্রধান কারিগর 16 কোটি টাকার এই মিডফিল্ডার । প্রথম ম্যাচে দলের ভাল খেলার কারিগর ছিলেন তিনি । দ্বিতীয় ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামেন তিনি ৷ সেই সময় পিছিয়ে থাকা অবস্থা থেকে এটিকে মোহনবাগানকে জয় উপহার দেন হুগো বুমোস । এটিকে-র তিন গোলের মধ্যে দু’টোর রাস্তা গড়েছিলেন তিনি । ফলে হুগো বুমোসের ছিটকে যাওয়া বড় ধাক্কা আন্তেনিও লোপেজ হাবাসের নীল নকশায় ।
এই মুহূর্তে পয়েন্ট টেবিলে এটিকে মোহনবাগান পরপর দু’টো ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে ৷ মঙ্গলবার বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে না হারলেই সবুজ মেরুন ক্লাব পরের পর্বে চলে যাবে ৷ বসুন্ধরা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ৷ ফলে পরের পর্বের ছাড়পত্র পেতে হলে তাদের সামনে জয় ছাড়া অন্যপথ খোলা নেই ৷ দুরন্ত ফর্মে থাকা বসুন্ধরার রবিনহো সবুজ মেরুন রক্ষণের পরীক্ষা নিতে তৈরি । যদিও এটিকে মোহনবাগান কোচ হুগো বুমোসকে না পাওয়া নিয়ে চিন্তিত নন । এমনকি প্রতিপক্ষ শিবিরের শক্তি ও দুর্বলতা নিয়েও ভাবছেন না তিনি । নিজের দলর পারফরম্যান্সের সামগ্রিক উন্নতি তাঁর একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন হাবাস ।