রিও ডি জেনেইরো, 25 জানুয়ারি : 2016 সালের চাপেকোয়েনসের ভয়াবহ স্মৃতি ফিরল ব্রাজ়িলে ৷ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ব্রাজ়িলের পালমাস ক্লাবের চার ফুটবলারের ৷ মৃত্যু হয়েছে ক্লাব প্রেসিডেন্টেরও ৷
ব্রাজ়িলের ফোর্থ ডিবিশনের ক্লাব পালমাস ৷ রবিবার একটি ঘরোয়া টুর্নামেন্টের জন্য দলের চার ফুটবলারকে বিমানে করে নিয়ে যাওয়ার কথা ছিল ৷ তাঁদের সঙ্গে ছিলেন পালমাস ক্লাব প্রেসিডেন্ট লুকাস মেইরাও ৷ কিন্তু বিমানটি টেক অফের পরই ভেঙে পড়ে ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব প্রেসিডেন্ট মেইরা সহ লুকাস প্রাক্সিডাস, গুলিহারমি নোই, রানুওল এবং মার্কাস মোলিনহারি নামে ওই চার ফুটবলারের ৷ বিমানচালকেরও মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন : হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে সুব্রত পাল