কলকাতা, 15 অক্টোবর : ব্র্যানডনের কর্নার থেকে আদিলের হেড জালে জড়াতেই জেগে উঠল যুবভারতী ক্রীড়াঙ্গন । পিছিয়ে থাকার যন্ত্রণা সরিয়ে মিরাকেলের আশায় মাঠে উপস্থিত হাজার তেষট্টি দর্শক । কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র হারের লজ্জা বাঁচালেও প্রাক-বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার আশা ভারতের প্রায় শেষ ।
বাংলাদেশের কাছে আটকে গেলেন সুনীলরা - কলকাতা
যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের পক্ষে স্কোরলাইন 1-1। বাংলাদেশের হয়ে গোল করেন সাদউদ্দিন । ম্যাচের 42 মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোল 22 নম্বর জার্সিধারী সাদউদ্দিনের ।
বাংলাদেশের প্রতি আক্রমণ ও ইয়াসিনের কাছে থমকে গেল ভারত । যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের পক্ষে স্কোরলাইন 1-1। বাংলাদেশের হয়ে গোল করেন সাদউদ্দিন । ম্যাচের 42 মিনিটে জামাল ভুঁইয়ার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোল 22 নম্বর জার্সিধারী সাদউদ্দিনের ।
2003 সালে শেষবার ভারতের বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল বাংলাদেশ । পরবর্তী দু'বার বাংলাদেশের নিশ্চিত জয়ে কাঁটা ছড়িয়ে ছিলেন সুনীল ছেত্রী । এবারও ভারত অধিনায়ক চেষ্টায় খামতি রাখেননি । কিন্তু শেষরক্ষা হল না ।