দোহা, 4 জুন : বছরখানেক পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা ৷ আশা ছিল গতবছরের প্রাক বিশ্বকাপ ম্যাচে কাতারের বিরুদ্ধে পারফরম্যান্সের পুনরাবৃত্তি হবে ৷ সেবার এশিয়ান জায়ান্টদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে চমকে দিয়েছিল সুনীল ছেত্রীরা ৷ কিন্তু গতকাল দোহার জাসিম বিন হামিদ স্টেডিয়ামে গতবছরের পারফরম্যান্সের পুনরাবৃত্তি হল না ৷ 2022 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এবং 2023 এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে কাতারের বিরুদ্ধে 1-0 গোলে হারল ভারত ৷
বছরখানের পর মাঠে নামা ৷ তার উপর প্রতিপক্ষ ফিফা তালিকার 58 নম্বরে থাকা দল ৷ এমন একটা ম্যাচে শুরুতেই ভারতীয় দলের আত্মবিশ্বাসে ভাটা পড়েছিল ৷ কারণ ম্যাচের 17 মিনিটে দলের তারকা ডিফেন্ডার রাহুল ভেকে লাল কার্ড দেখেন ৷ ফলে 10 জনের দলে পরিণত হয় ভারত ৷ এরপর ভারতের উপর চেপে বসে কাতার ৷ ম্যাচের 28 মিনিটে গোল করার সুযোগ হাতছাড়া করেন মনবীর সিং ৷ ভারত সুযোগ নষ্ট করলেও সুযোগ পেয়ে ম্যাচের 33 মিনিটে গোল করতে ভোলেননি কাতারের আবদেল হাজিজ হাতেম ৷ প্রথমার্ধে পিছিয়ে পড়া ভারত আর ম্যাচে ফিরতে পারেনি ৷
আরও পড়ুন : অভিষেকে দ্বিশতরান করলেন ডেভন কনওয়ে, আর কার আছে এই অনন্য নজির