পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কাতারের বিরুদ্ধে হার সুনীলদের, তবে নজর কাড়লেন গুরপ্রীত - গুরপ্রীত সিং সান্ধু

গতবছর অসুস্থতার কারণে কাতারের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি সুনীল ছেত্রী ৷ মাঠের বাইরে থেকে দলকে উদ্ধুদ্ধ করেছিলেন ৷ কিন্তু এদিন মাঠে থেকেও সেভাবে জ্বলে উঠতে পারলেন না ৷

10 man india lose to 1-0 against qatar in fifa world cup qualifier
10 man india lose to 1-0 against qatar in fifa world cup qualifier

By

Published : Jun 4, 2021, 7:00 AM IST

দোহা, 4 জুন : বছরখানেক পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা ৷ আশা ছিল গতবছরের প্রাক বিশ্বকাপ ম্যাচে কাতারের বিরুদ্ধে পারফরম্যান্সের পুনরাবৃত্তি হবে ৷ সেবার এশিয়ান জায়ান্টদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে চমকে দিয়েছিল সুনীল ছেত্রীরা ৷ কিন্তু গতকাল দোহার জাসিম বিন হামিদ স্টেডিয়ামে গতবছরের পারফরম্যান্সের পুনরাবৃত্তি হল না ৷ 2022 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এবং 2023 এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে কাতারের বিরুদ্ধে 1-0 গোলে হারল ভারত ৷

বছরখানের পর মাঠে নামা ৷ তার উপর প্রতিপক্ষ ফিফা তালিকার 58 নম্বরে থাকা দল ৷ এমন একটা ম্যাচে শুরুতেই ভারতীয় দলের আত্মবিশ্বাসে ভাটা পড়েছিল ৷ কারণ ম্যাচের 17 মিনিটে দলের তারকা ডিফেন্ডার রাহুল ভেকে লাল কার্ড দেখেন ৷ ফলে 10 জনের দলে পরিণত হয় ভারত ৷ এরপর ভারতের উপর চেপে বসে কাতার ৷ ম্যাচের 28 মিনিটে গোল করার সুযোগ হাতছাড়া করেন মনবীর সিং ৷ ভারত সুযোগ নষ্ট করলেও সুযোগ পেয়ে ম্যাচের 33 মিনিটে গোল করতে ভোলেননি কাতারের আবদেল হাজিজ হাতেম ৷ প্রথমার্ধে পিছিয়ে পড়া ভারত আর ম্যাচে ফিরতে পারেনি ৷

আরও পড়ুন : অভিষেকে দ্বিশতরান করলেন ডেভন কনওয়ে, আর কার আছে এই অনন্য নজির

গতবছর অসুস্থতার কারণে কাতারের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেননি সুনীল ছেত্রী ৷ মাঠের বাইরে থেকে দলকে উদ্ধুদ্ধ করেছিলেন ৷ কিন্তু এদিন মাঠে থেকেও সেভাবে জ্বলে উঠতে পারলেন না ৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই সুনীল ছেত্রীকে তুলে নিয়ে উদান্ত সিংকে নামান কোচ ইগর স্টিমাচ ৷ তাতে আরও যেন ধার কমে যায় ভারতের ৷

তেকাঠির নিচে ভারতীয় দলের ভরসা গুরপ্রীত সিং সান্ধু ৷ কাতারের বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়ালেন 6 ফুট 6 ইঞ্চির এই গোলরক্ষক ৷ কয়েকটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়ে ভারতকে লজ্জাজনক হার থেকে বাঁচালেন ৷ ভারতীয় দল হারলেও গুরপ্রীতের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সমর্থকরা ৷ ম্যাচের পর বললেন, "কয়টা সেভ করেছি আমি সত্যিই গুনে দেখিনি ৷ তবে গতবারের থেকে বেশি এটা বলতে পারি ৷"

আগামী 7 জুন বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত ৷ এরপর 15 জুন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ৷ ফিফা বিশ্বকাপে সুযোগ পাওয়ার পথ বন্ধ হলেও এই দুটি ম্যাচ জিতলে 2023 এএফসি এশিয়ান কাপের টিকিট ঝুলিতে পুরবে ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details