কলকাতা, 24 অক্টোবর: ঠাট্টা-তামাশার শুরুটা হয়েছিল রবিবার ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ৷ ভারতের জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো-র (Zomato) একটি টুইটে মজার প্রত্যুত্তর আসে পাক সংস্থা কারীম-এর (Careem Pakistan) তরফে ৷ দিওয়ালির আবহে উপভোক্তাদের মধ্যে ভারত-পাক ম্যাচের উত্তেজনার স্ফুলিঙ্গ আনতে গতকাল ম্যাচ শুরুর আগে জোম্যাটো লেখে, "সকলের ঘরে লাইট লাগানো হয়েছে?" পালটা কারীম লেখে, "আশা করি তোমরা আগাম দিওয়ালি গিফটের জন্য তৈরি (পড়ুন হার) ৷" এরপরই জমে ওঠে বাক্যালাপ ৷
কারিমকে জবাব দিয়ে জোম্যাটো লেখে, "তোমাদেরকে দিওয়ালির হার্দিক শুভেচ্ছা ৷ মিষ্টি নেবে নাকি চোখের জলেই পেট ভরবে?" এখানেই শেষ হয়নি প্রতিবেশী দু'দেশের দুই ফুড ডেলিভারি অ্যাপের মজার বাক্যালাপ ৷ ম্যাচ শেষ হতেই জোম্যাটোর তরফে একটি টুইট করা হয় ৷ যেখানে লেখা হয়, "প্রিয় পাকিস্তান ৷ হার অর্ডার করেছিলে না ? বিরাট সার্ভিস দিয়ে দিয়েছে ৷"