বুলাওয়ায়ো (জিম্বাবোয়ে), 8 ফেব্রুয়ারি: টেস্ট ক্রিকেটে 5 নম্বর আর নিজের দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করলেন গ্যারি ব্যালান্স ৷ হ্যাঁ, জিম্বাবোয়ের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে 137 রানের অপরাজিত ইনিংস খেলেন ব্যালান্স ৷ তাঁর আগে 2014-2017 সাল পর্যন্ত তিনি থ্রি-লায়ন্সের হয়ে ওপেন করেছেন টেস্ট ক্রিকেটে ৷ ইংল্যান্ডের হয়ে গ্যারি 4টি সেঞ্চুরি করেছেন ৷ সেই সঙ্গেই গ্যারি ব্যালান্স বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে দু’টি দেশের হয়ে সেঞ্চুরি করলেন টেস্ট ক্রিকেটে (Gary Ballance Century for Two Countries) ৷
উল্লেখ্য, কেপলার ওয়েসসেল প্রথমে অস্ট্রেলিয়া এবং পরে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন ৷ আর এবার সেই কৃতিত্ব অর্জন করলেন গ্যারি ব্যালান্স ৷ 33 বছরের গ্যারি ব্যালান্স জন্মগতভাবে জিম্বাবোয়ের নাগরিক ৷ কিন্তু, ইংল্যান্ডের মাটিতে তিনি প্রথম কাউন্টি এবং পরে সেদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন ৷ 2017 সালে থ্রি লায়েন্স দল থেকে বাদ যাওয়ার আগে পর্যন্ত গ্যারি ইংল্যান্ডের হয়ে মোট 42টি ম্যাচ খেলেছিলেন ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৷ কিন্তু, 2017 সালে খারাপ ফর্মের কারণে তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন ৷ তারপর দীর্ঘদিন কাউন্টি খেলে ফর্মে ফিরলেও জাতীয় দলে ফেরার ডাক পাননি ৷