পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Gary Ballance Century: দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দুই দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি গ্যারি ব্যালান্সের - দুই দেশের হয়ে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি

ইংল্যান্ডে 3 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে এবার নিজের দেশ জিম্বাবোয়ের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন 33 বছরের গ্যারি বাল্যান্স (Gary Ballance Century) ৷ করলেন অপরাজিত 137 রান ৷

Gary Ballance Century ETV BHARAT
Gary Ballance Century

By

Published : Feb 8, 2023, 9:06 PM IST

বুলাওয়ায়ো (জিম্বাবোয়ে), 8 ফেব্রুয়ারি: টেস্ট ক্রিকেটে 5 নম্বর আর নিজের দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করলেন গ্যারি ব্যালান্স ৷ হ্যাঁ, জিম্বাবোয়ের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে 137 রানের অপরাজিত ইনিংস খেলেন ব্যালান্স ৷ তাঁর আগে 2014-2017 সাল পর্যন্ত তিনি থ্রি-লায়ন্সের হয়ে ওপেন করেছেন টেস্ট ক্রিকেটে ৷ ইংল্যান্ডের হয়ে গ্যারি 4টি সেঞ্চুরি করেছেন ৷ সেই সঙ্গেই গ্যারি ব্যালান্স বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে দু’টি দেশের হয়ে সেঞ্চুরি করলেন টেস্ট ক্রিকেটে (Gary Ballance Century for Two Countries) ৷

উল্লেখ্য, কেপলার ওয়েসসেল প্রথমে অস্ট্রেলিয়া এবং পরে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন ৷ আর এবার সেই কৃতিত্ব অর্জন করলেন গ্যারি ব্যালান্স ৷ 33 বছরের গ্যারি ব্যালান্স জন্মগতভাবে জিম্বাবোয়ের নাগরিক ৷ কিন্তু, ইংল্যান্ডের মাটিতে তিনি প্রথম কাউন্টি এবং পরে সেদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন ৷ 2017 সালে থ্রি লায়েন্স দল থেকে বাদ যাওয়ার আগে পর্যন্ত গ্যারি ইংল্যান্ডের হয়ে মোট 42টি ম্যাচ খেলেছিলেন ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৷ কিন্তু, 2017 সালে খারাপ ফর্মের কারণে তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন ৷ তারপর দীর্ঘদিন কাউন্টি খেলে ফর্মে ফিরলেও জাতীয় দলে ফেরার ডাক পাননি ৷

2022 সালে জন্মদিনে নিজের দেশ জিম্বাবোয়েতে ফিরে আসেন গ্যারি ব্যালান্স ৷ আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিম্বাবোয়ের হয়ে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন তিনি ৷ 2022 সালের ডিসেম্বর মাসে গ্যারি ব্যালান্স ঘোষণা করেন, তিনি জিম্বাবোয়ের হয়ে খেলতে চান ৷ কারণ এই দেশে তিনি জন্মেছেন, বড় হয়েছেন এবং ছোট বয়সে জিম্বাবোয়েতে ক্লাব ক্রিকেট খেলেছেন ৷ উল্লেখ্য, গ্যারি ব্যালান্স ইংল্যান্ডের হয়ে তৃতীয় ব্যাটার হিসেবে দ্রুত 1000 রান পূর্ণ করেন ৷

আরও পড়ুন:বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে টার্নিং ট্র্যাক, ইঙ্গিত কেএল রাহুলের

আইসিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে গ্যারি ব্যালান্স বলেন, ‘‘জিম্বাবোয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ, আমাকে ক্রিকেট খেলার প্রতি আমার আগ্রহ এবং আবেগকে আরও বাড়িয়েছে ৷ আমি গত কয়েক বছর ধরে জিম্বাবোয়ে ক্রিকেটের বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ রাখছিলাম এবং সাম্প্রতিক সময়ে জিম্বাবোয়ের উন্নতি দেখে খুব ভালো লাগছে ৷’’ অষ্টম উইকেটে গ্যারি এবং ব্র্যান্ডন মাভুতা 135 রানের পার্টনারশিপ করেন ৷ তাঁদের ইনিংসের সুবাদে জিম্বাবোয়ে 9 উইকেট হারিয়ে 379 রানে ইনিংস ডিক্লেয়ার করে ৷

ABOUT THE AUTHOR

...view details