দুবাই, 25 অক্টোবর : টিম সিলেকশনে বিস্তর গলদ, গুরুত্বপূর্ণ ম্যাচে টস হার ৷ বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম হারের ময়নাতদন্তে উঠে আসছে একাধিক কারণ ৷ মূল্যবান অর্ধশতরান করলেও কাপ্তান কোহলির মুন্ডপাত চলছেই ৷ কারণ 10 উইকেটে লজ্জার হারের দায় কোনওভাবেই ঝেড়ে ফেলতে পারেন না অধিনায়ক ৷ সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের দরাজ প্রশংসা করলেও ম্যাচে করা কোহলির ভুলগুলো তো আর লঘু হয়ে যেতে পারে না ৷
প্রচুর ভুলের মধ্যে রবিবাসরীয় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কোহলির অন্যতম ভুল জসপ্রীত বুমরাকে দিয়ে বোলিং ওপেন না করানো ৷ ম্যাচ হারের পর্যালোচনা করে ভারত অধিনায়কের এই ভুলকে কোনওভাবেই মানতে পারছেন না প্রাক্তন তারকা পেসার জাহির খান ৷ ঘটনায় কোহলির উপর রীতিমত অসন্তুষ্ট তিনি ৷
এক গ্লোবাল ক্রিকেট ওয়েবসাইটকে 2011 বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারি বলেছেন, "ম্যাচের আগে যে কোনও দলের নির্দিষ্ট পরিকল্পনা থাকতেই পারে ৷ কিন্তু ম্যাচের পরিস্থিতি বুঝে সেগুলো পরিবর্তনও করতে হয় ৷ আমার মতে বুমরাকে কোহলির অন্যভাবে ব্যবহার করা উচিৎ ছিল ৷ ম্যাচ শেষে দেখা গেল বুমরাকে পুরোপুরি কাজে লাগানোই গেল না ৷ "