পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Former Cricketers Louds for Yuzi Chahal: অশ্বিন-চহাল কেন নেই এশিয়া কাপে ? প্রশ্ন প্রাক্তনীদের - BCCI

Madan Lal and Karsan Ghavri Louds for Yuzvendra Chahal: কেন ভারতীয় দলে নেই যুজবেন্দ্র চহাল ? এই প্রশ্নে এবার ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের একহাত নিলেন প্রাক্তন দুই ভারতীয় ক্রিকেটার ৷ চহালের ভারতীয় দলে থাকার দাবিতে সরব হলেন মদন লাল এবং কারসন ঘাউরি ৷

Foemer Cricketers Louds for Yuzi Chahal ETV Bharat
Foemer Cricketers Louds for Yuzi Chahal

By

Published : Aug 22, 2023, 2:16 PM IST

Updated : Aug 22, 2023, 3:38 PM IST

মুম্বই, 22 অগস্ট: বিশ্বকাপকে লক্ষ্য রেখে যুজবেন্দ্র চহালকে এশিয়া কাপ দলে রাখা উচিত ছিল ৷ এমনটাই দাবি করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল এবং কারসন ঘাউরি ৷ ভারতীয় নির্বাচক কমিটি এবং অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন এই দুই প্রাক্তনী ৷ উল্লেখ্য, এশিয়া কাপে ভারতের প্রধান স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব এবং স্পিনিং অলরাউন্ডার হিসেবে খেলবেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ৷

সোমবার রাতে একটি ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে সংবাদ সংস্থা পিটিআই’কে মদন লাল বলেন, ‘‘অস্ট্রেলিয়া কুলদীপকে খুব ভালো খেলতে পারে ৷ তাই যুজবেন্দ্র চহালের জায়গা পাওয়া উচিত ছিল ৷ ও ম্যাচ-উইনিং বোলার ৷’’ রবিচন্দ্রন অশ্বিনের সমর্থনেও কথা বলতে শোনা গেল মদন লালকে ৷ তাঁর বক্তব্য, ‘‘অশ্বিন এমন একজন বোলার যিনি জানেন কীভাবে উইকেট তুলতে হয় ৷ ওর আন্তর্জাতিক ক্রিকেটে 500-600 উইকেট রয়েছে ৷ আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁকে খেলাইনি ৷ টিম ম্যানেজমেন্ট এটা ভালো বলতে পারবে ৷’’

কারসন ঘাউরিও রবিচন্দ্রন অশ্বিনের সমর্থনে কথা বললেন এদিন ৷ জানালেন, ভারতের মাটিতে অশ্বিন একজন গুরুত্বপূর্ণ বোলার ৷ তাঁর প্রশ্ন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে 712 উইকেট নেওয়ার পর, নিজেকে প্রমাণ করার জন্য অশ্বিনকে আর কী করতে হবে ? একজন সিনিয়র ক্রিকেটার হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে সঠিক আচরণ করা হয়নি ৷ অশ্বিন একজন অসাধারণ খেলোয়াড় ৷ ওকে এশিয়া কাপে দলে রাখা উচিত ছিল ৷ বিশ্বকাপে ভারতীয় পিচে ওই আসল খেলোয়াড় ৷’’

আরও পড়ুন:তিলক ওডিআই খেলার যোগ্য, চহাল বড় ছাঁটাই; ভারতীয় দল নিয়ে মত হেডেনের

অন্যদিকে, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন মদন লাল ৷ তাঁরা দীর্ঘ চোট সমস্যার পর আদতে ম্যাচ ফিট কি না, সেনিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ক্রিকেটার ৷ বিশেষত, এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ক্রিকেটারের ফিটনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি ৷ কোনও ক্রিকেটার শারীরিকভাবে ফিট না হলে, তাঁর মানসিক জোরও থাকে না বলে মন্তব্য করেন মদন লাল ৷

Last Updated : Aug 22, 2023, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details