মুম্বই, 22 অগস্ট: বিশ্বকাপকে লক্ষ্য রেখে যুজবেন্দ্র চহালকে এশিয়া কাপ দলে রাখা উচিত ছিল ৷ এমনটাই দাবি করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল এবং কারসন ঘাউরি ৷ ভারতীয় নির্বাচক কমিটি এবং অধিনায়ক রোহিত শর্মার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন এই দুই প্রাক্তনী ৷ উল্লেখ্য, এশিয়া কাপে ভারতের প্রধান স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব এবং স্পিনিং অলরাউন্ডার হিসেবে খেলবেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ৷
সোমবার রাতে একটি ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে সংবাদ সংস্থা পিটিআই’কে মদন লাল বলেন, ‘‘অস্ট্রেলিয়া কুলদীপকে খুব ভালো খেলতে পারে ৷ তাই যুজবেন্দ্র চহালের জায়গা পাওয়া উচিত ছিল ৷ ও ম্যাচ-উইনিং বোলার ৷’’ রবিচন্দ্রন অশ্বিনের সমর্থনেও কথা বলতে শোনা গেল মদন লালকে ৷ তাঁর বক্তব্য, ‘‘অশ্বিন এমন একজন বোলার যিনি জানেন কীভাবে উইকেট তুলতে হয় ৷ ওর আন্তর্জাতিক ক্রিকেটে 500-600 উইকেট রয়েছে ৷ আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁকে খেলাইনি ৷ টিম ম্যানেজমেন্ট এটা ভালো বলতে পারবে ৷’’