মুম্বই, 7 মে : ঠিক 18 বছর আগের মুলতান টেস্ট নিয়ে উত্তাল হয়েছিল ভারতীয় ক্রিকেট ৷ 2004 সালে পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচের প্রথম ইনিংসে 309 রানের বিশাল ইনিংস গড়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ তারপরে বড় রানের দিকে এগোচ্ছিলেন সচিন তেন্ডুলকরও ৷ কিন্তু লিটল মাস্টারের ব্যক্তিগত 194 রানের মাথায় হঠাৎ করেই দলের ইনিংস ডিক্লেয়ার করে বসেন অধিনায়ক রাহুল দ্রাবিড় ৷ দেড় যুগ পর যা নিয়ে মুখ খুললেন যুবরাজ সিং ৷ সাফ জানিয়ে দিলেন, ওই ম্যাচে সচিন দু'শো রানের গণ্ডি পেরোনোর পরেই ইনিংস ডিক্লেয়ার করা উচিৎ ছিল দ্রাবিড়ের (India could have declared after Tendulkar got his 200 in Multan Test) ৷
পাকিস্তানের বিরুদ্ধে ওই টেস্টের প্রথম থেকেই আক্রমণাত্মক শুরু করেছিল ভারত ৷ মাত্র 6 রানে রাহুল দ্রাবিড় প্যাভিলিয়নে ফেরার পর দলের হাল ধরেন সেহওয়াগ-তেন্ডুলকর জুটি ৷ ব্যক্তিগত তিন'শো রানের বিরাট ইনিংস গড়ে ক্রিজ ছাড়েন ‘মুলতান কা সুলতান’ ৷ তারপরে 29 রানের মাথায় লক্ষ্মণ আউট হলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সচিন-যুবরাজ ৷