পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এক হাজার কোভিড বেডের ব্যবস্থা যুবরাজের - যুবরাজ সিং

করোনা মোকাবিলায় এগিয়ে এল যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন ইউ উই ক্যান ৷

yuvraj singh
yuvraj singh

By

Published : Jun 2, 2021, 9:52 PM IST

চণ্ডীগড়, 2 জুন : করোনা যুদ্ধে হাত বাড়িয়ে দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং ৷ যুবির ফাউন্ডেশন ইউ উই ক্যান গোটা দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে 1000টি বেডের ব্যবস্থা করতে চলেছে ৷ ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই খবর দিয়েছেন যুবরাজ ৷

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের মারাত্মক প্রভাব পড়েছে ৷ হাসপাতালে বেড, ওষুধ, অক্সিজেন নিয়ে হাহাকার পড়ে গিয়েছিল ৷ অক্সিজেনের অভাবে হাসপাতালে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা চার লাখের গণ্ডি অতিক্রম করে গিয়েছিল ৷ বর্তমানে সেই পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে ৷ দেশে করোনার দ্বিতীয় ঢেউকে ধ্বংসাত্মক আখ্যা করে যুবি বলেছেন, "আমরা অনেকেই প্রিয়জনকে হারিয়েছি ৷ অক্সিজেন, আইসিইউ বেড এবং ক্রিটিকাল কেয়ারের সুবিধা পাওয়ার জন্য প্রচুর মানুষকে হাহাকার করতে দেখেছি ৷ আমার উপরেও এর গভীর প্রভাব পড়েছে ৷ আমি মনে করি চিকিৎসার সরঞ্জাম দিয়ে করোনা যুদ্ধে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে সাহায্য করা উচিত ৷"

আরও পড়ুন : ক্লাইভ-ধোনিদের সঙ্গে এক আসনে বসার হাতছানি বিরাটের

দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান, তেলাঙ্গানা, কর্নাটক ও মধ্যপ্রদেশের বিভিন্ন হাসপাতালে বেড পাঠানো শুরু করেছে যুবরাজের ফাউন্ডেশন ৷ এই উদ্যোগে যুবির ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছে ওয়ান ডিজিটাল এন্টারটেইনমেন্ট নামে একটি সংস্থা ৷ সরকারি, আর্মি, অটোনমাস এবং চ্যারিটেবল হাসপাতালগুলিতে বেড, ভেন্টিলেটর এবং বাইপ্যাপ মেশিন ও চিকিৎসার অন্যান্য সামগ্রী পাঠানো হবে ৷ ক্রিটিকাল কেয়ারে থাকা একজন করোনা রোগীরে চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সবই পাঠাবে যুবরাজ সিংয়ের ফাউন্ডেশন ৷

ABOUT THE AUTHOR

...view details