চণ্ডীগড়, 2 জুন : করোনা যুদ্ধে হাত বাড়িয়ে দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং ৷ যুবির ফাউন্ডেশন ইউ উই ক্যান গোটা দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে 1000টি বেডের ব্যবস্থা করতে চলেছে ৷ ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই খবর দিয়েছেন যুবরাজ ৷
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের মারাত্মক প্রভাব পড়েছে ৷ হাসপাতালে বেড, ওষুধ, অক্সিজেন নিয়ে হাহাকার পড়ে গিয়েছিল ৷ অক্সিজেনের অভাবে হাসপাতালে প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা চার লাখের গণ্ডি অতিক্রম করে গিয়েছিল ৷ বর্তমানে সেই পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে ৷ দেশে করোনার দ্বিতীয় ঢেউকে ধ্বংসাত্মক আখ্যা করে যুবি বলেছেন, "আমরা অনেকেই প্রিয়জনকে হারিয়েছি ৷ অক্সিজেন, আইসিইউ বেড এবং ক্রিটিকাল কেয়ারের সুবিধা পাওয়ার জন্য প্রচুর মানুষকে হাহাকার করতে দেখেছি ৷ আমার উপরেও এর গভীর প্রভাব পড়েছে ৷ আমি মনে করি চিকিৎসার সরঞ্জাম দিয়ে করোনা যুদ্ধে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে সাহায্য করা উচিত ৷"