চণ্ডীগড়, 17 অক্টোবর : ইনস্টা লাইভ সেশনে যুজবেন্দ্র চাহালকে করা জাতিবিদ্বেষমূলক মন্তব্যের জেরে হরিয়ানা হিসার জেলা পুলিশের হাতে গ্রেফতার হলেন ক্রিকেটার যুবরাজ সিং ৷ যদিও পরে অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি ৷
ঘটনার সূত্রপাত 2020 সালের জুনে ৷ অতিমারি পরিস্থিতিতে দেশজুড়ে যখন স্তব্ধ সমস্তকিছু ৷ তখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই ভরসা ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে অ্যাথলিটদের ৷ এহেন পরিস্থিতিতে জাতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে আড্ডা দিয়েছিলেন জাতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ৷
সেখানে জাতীয় দলের রিস্ট-স্পিনার যুজবেন্দ্র চাহালের সোশ্যাল মিডিয়ায় অতিসক্রিয়তা নিয়ে যুবিকে প্রশ্ন করেন রোহিত ৷ তার পরিপ্রেক্ষিতেই চাহালকে একটি জাতিবিদ্বেষমূলক মন্তব্য করে বসেন 2011 বিশ্বজয়ের নায়ক ৷ গোটা বিষয়টি নিছক মজার ছলে হলেও নেটিজেনদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ছয় ছক্কার নায়ককে ৷