ডারবান, 9 ডিসেম্বর: ঘরের মাঠে অজি 'বধ' করলেও তরুণ ভারতীয় দলের সামনে থাকছে এবার বেশকিছু কঠিন প্রশ্ন ৷ ভয়ংকর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাঠেই টি-20 দ্বৈরথে নামতে চলেছেন সূর্যকুমার যাদবরা ৷ তিন ম্যাচের এই সিরিজ শুরু হতে চলেছে রবিবার থেকেই ৷ হার্দিক পান্ডিয়ার চোট, জসপ্রীত বুমরার না-থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও কঠিন করে তুলবে ভারতের এই লড়াইকে ৷ তাছাড়া বিরাট কোহলি এবং রোহিত শর্মার টি-20 ক্রিকেটে ভবিষ্যত কী, তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে ৷ এরই মাঝে আবার আগামী বছর জুনে রয়েছে টি-20 বিশ্বকাপ ৷ সেক্ষেত্রে প্রোটিয়াদের বিরুদ্ধে জয় বা হার কী সমীকরণ তৈরি করবে আগামীতে, তা নিয়েও রয়েছে সন্দেহ ৷
এক্ষেত্রেও আইপিএলই হয়তো হয়ে উঠবে বিশ্বকাপের আগে প্রস্তুতিপর্বের ফাইনাল শো ডাউনের মঞ্চ ৷ কারণ আইপিএলেই খেলতে দেখা যাবে বিরাট-রোহিত-হার্দিকদের ৷ সূর্যকুমারের অধিনায়কত্বে দল অবশ্য় ঘরের মাঠে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ 4-1 ফলাফলে সিরিজ জিতে নিয়েছে তারা ৷ কিন্তু বিশ্বকাপ ফাইনালের 72 ঘণ্টা কাটতে না-কাটতেই শুরু হয় এই সিরিজ ৷ তাই এই সিরিজের গুরুত্ব নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায় ৷ অস্ট্রেলিয়া মূল বোলিং লাইনআপকেও এই সিরিজে বিশ্রাম দিয়েছিল ম্যানেজমেন্ট ৷
তাই ভারতের জন্য এই সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ এটাই দেখতে গেলে বিশ্বকাপের আগে ভারতের সবচেয়ে বড় সিরিজ ৷ এরপর জানুয়ারি মাসের মাঝের দিকে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে তারা ৷ যদিও প্রোটিয়া টিমের শক্তিশালী বোলিং লাইনআপের অনেকেই অবশ্য় চোটে ভুগছেন ৷ চোটের কারণে দলে নেই কগিসো রাবাদা ৷ চোট ভোগাচ্ছে অ্যানরিচ নর্তজে এবং লুঙ্গি এনগিদিকেও ৷
ব্যাটিং কম্বিনেশনের সমস্য়া:
ভারত এই মুহূর্তে 17 জন খেলোয়াড়কে টি-20 সিরিজের জন্য় দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছে ৷ তাঁদের মধ্যে মাত্র তিনজন অর্থাৎ শ্রেয়স আইয়ার, মুকেশ কুমার এবং ঈশান কিশান ৷ যদিও যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড় নিজেদের এই ফরম্যাটে যোগ্য হিসাবে প্রমাণ করেছেন ৷ আর অন্য়দিকে শুভমন তো যে কোনও ফরম্যাটেই অপ্রতিরোধ্য ৷ এক্ষেত্রে সমস্য়া একটাই ৷ ঈশান কিন্তু টি-20 ক্রিকেটে চার নম্বরের পরে ব্যাটিং করার জন্য় খুব ভালো অপশন নন ৷ সেক্ষেত্রে ওপেন কারা করবেন আর পাঁচ নম্বরে কে ব্যাট করবেন, তা নিয়েও রয়েছে প্রশ্ন ৷ কারণ এক্ষেত্রে সূর্য চার নম্বরে ব্যাটিংয়ের জন্য় উপযোগী ৷ আর দলের পঞ্চম ব্যাটার হিসাবে প্রথম চয়েস অবশ্যই শ্রেয়স আইয়ার ৷ ছয় নম্বরের জন্য় রয়েছেন রিঙ্কু সিং, জিতেশ শর্মারা ৷
বোলিং লাইনআপ নির্বাচনে প্রশ্ন কম:
দীপক চাহার, আর্শদীপ সিং এবং মুকেশ কুমার দলে থাকবেন বলেই আশা করছেন বিশেষজ্ঞরা ৷ এছাড়া স্পিনার হিসাবে রবীন্দ্র জাদেজা তো রয়েছেনই ৷ অন্য স্পিনার হিসাবে বেছে নেওয়া হতে পারে রবি বিষ্ণোইকে ৷
ভারত:সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গাইকওয়াড়, তিলক বর্মা, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।
দক্ষিণ আফ্রিকা:এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজে (প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি), ডোনোভান ফেরেরা, রেজা হেন্ড্রিক্স, মার্কো জানসেন (প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টি), হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেহলুকওহায়ো, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস এবং লিজাড উইলিয়ামস।