নয়াদিল্লি, 8 মে : কভার ড্রাইভ, হুক, সুইপ, ফ্লিক, ক্রিকেটের এই সমস্ত শটগুলি নিখুঁত খেলতে লাগে অবিরাম অনুশীলন ৷ কিন্তু ব্যাটের পরিবর্তে যদি বলা হয় একটি উইকেট নিয়ে এই শটগুলি খেলতে ? দিনরাত অনুশীলন করা ক্রিকেটারও খেলতে গিয়ে খেই হারিয়ে ফেলবেন ৷ তবে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখলে চমকে যেতে হয় ৷ একটি উইকেট নিয়ে প্রতিটি বল প্রায় নিখুঁত ভাবে মেরে চলেছে এক খুদে ক্রিকেটার ৷
মাথায় হেলমেট, পায়ে প্যাড, জুতো ও অনান্য ক্রিকেটীয় সরঞ্জাম পরে অনায়াসে অনুশীলন করছে সেই খুদে ৷ তবে হাতে নেই গ্লাভস ও ব্যাট ৷ পরিবর্তে আছে একটি মাত্র উইকেট ৷ আর তা দিয়েই অনায়াস ভঙ্গিমাতেই কভার ড্রাইভ, হুক, ফ্লিক, সুইপ শট খেলছেন সে ৷ সমস্ত ক্রিকেটীয় শট খেলে তাক লাগিয়েছে ক্রিকেট বোদ্ধাদেরও ৷ অনেক ক্রিকেট প্রেমী তাকে ভবিষ্যতের তারকা বলতেও শুরু করেছেন ৷