পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav on Yashasvi: 'যশস্বী অসাধারণ প্রতিভা', বিশ্বকাপের দলে জয়সওয়ালকে চাইছেন সৌরভ - ওয়ান ডে বিশ্বকাপ

ওডিআই বিশ্বকাপের টিমে যশস্বী জয়সওয়ালকে দেখতে চান প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রথম টেস্ট ম্যাচে অভিষেকের শতরান যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ ফলে যশস্বীকে বিশ্বকাপের দলে রাখার পক্ষে সওয়াল সৌরভের ৷

Etv Bharat
যশস্বীর সঙ্গে সৌরভ

By

Published : Jul 18, 2023, 7:43 AM IST

কলকাতা, 18 জুলাই: যশস্বী জয়সওয়ালকে আসন্ন বিশ্বকাপের টিমে দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, "ও যেভাবে আইপিএলে খেলেছে, টেস্টে সেঞ্চুরি করেছে, ওকে টিমে রাখা উচিত।" ইতিমধ্যে এশিয়ান গেমসের দলে জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। অক্টোবর মাসের আট তারিখ শেষ হবে এশিয়ান গেমস। সেই সময় ভারতীয় দল বিশ্বকাপ অভিযানে নেমে পড়বে। সেখানেই যশস্বীকে বিশ্বকাপের দলে রাখার পক্ষে সওয়াল সৌরভের ৷

তবে প্রশ্ন উঠেছে, এই অবস্থায় কীভাবে যশস্বী জয়সওয়ালকে বিশ্বকাপের দলে রাখা সম্ভব। সৌরভ বলছেন, "এশিয়ান গেমসে যশস্বী টিমে আছে তো কী হয়েছে, টিমের স্বার্থে এশিয়ান গেমসের দল থেকে প্রত্যাহার করে ওকে ওয়ান ডে টিমে নেওয়া যেতেই পারে।" এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইণ্ডিজ সফরে রয়েছেন মুম্বইয়ের ব্যাটার। প্রথম টেস্টে ভারতীয় দল অনায়াসে জয় পেয়েছে। সেই টেস্টে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। অভিষেক টেস্টেই অসাধারণ সেঞ্চুরি করেছেন। অভিষেকে সেঞ্চুরিকারী ভারতীয়দের তালিকায় যশস্বী 14 নম্বরে।

টেস্ট অভিষেকে সেঞ্চুরির যে আলাদা মাহাত্ম রয়েছে তা সৌরভ জানেন। কারন 1996 সালে লর্ডসে নিজের অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সৌরভ। তাই যশস্বীর সেঞ্চুরি যে কতটা দামি তা বোঝেন। তিনি বলেন, "টেস্ট সেঞ্চুরি সবসময়ই দামি। যশস্বী অসাধারণ প্রতিভা। আমিও অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলাম। আজ ও করে দেখালো। তাছাড়া দলের ওপেনিং জুটিতে ডান হাতি, বাঁ-হাতি কম্বিনেশন ব্যাটিং গভীরতায় অন্যমাত্রা যোগ করে। একজন বাঁহাতি দলের টপ অর্ডারে থাকলে ব্যাটিং বৈচিত্র্য বাড়ে।"

এরপরেই তিনি বলেন, "যশস্বীর ম্যাচ টেম্পারমেন্ট দারুণ। ও থাকার জন্যই এসেছে। আইপিএলের সাদা বলের ক্রিকেটে ওকে আক্রমণাত্মক ব্যাট করতে দেখেছি। আবার টেস্ট ক্রিকেটের ব্যাটিংয়ের ঘরাণার সঙ্গে মানিয়ে নিয়েছে। এটা সহজ নয়।" অনেক দিন পরে সিএবিতে এসেছিলেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট। স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছে। এই মুহূর্তে বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে একটা বিতর্ক চলছে। পাশাপাশি বিশ্বকাপের আয়োজনের জন্য একাধিক কমিটিও তৈরি হবে।

আরও পড়ুন: বাইশ গজে ফিরছেন বুমরা, আয়ারল্যান্ড সফরে বিশ্রামে দ্রাবিড়

কোন কমিটিতে সৌরভকে রাখা হবে তা নিয়ে জল্পনা রয়েছে। যদিও সৌরভ স্বয়ং জানিয়েছেন, সিএবির কর্মকাণ্ডে তাঁর সমর্থন রয়েছে। তবে সময়াভাবে তিনি কমিটিতে থাকতে চান না। বর্তমানে ঘটে টিকিটের দাম বিতর্ক নিয়েও কোনও শব্দ ব্যয় করতে রাজি নন। "আমি সিএবিতে এখন নেই। যারা আছেন তারা বলতে পারবেন" মন্তব্য সৌরভের। সোমবার সৌরভের সঙ্গে ইডেনে দেখা করতে এসেছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে আমন্ত্রন জানাতেই সিএবিতে এসেছিলেন লাল-হলুদ কর্তারা। আমন্ত্রণের কথা স্বীকার করেছেন সৌরভও। তাঁকে ভারত গৌরব সম্মান দেওয়া হবে কি না, এই প্রশ্নে কোনও পক্ষই শব্দ ব্যয় করেননি।

ABOUT THE AUTHOR

...view details