কলকাতা, 18 জুলাই: যশস্বী জয়সওয়ালকে আসন্ন বিশ্বকাপের টিমে দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, "ও যেভাবে আইপিএলে খেলেছে, টেস্টে সেঞ্চুরি করেছে, ওকে টিমে রাখা উচিত।" ইতিমধ্যে এশিয়ান গেমসের দলে জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। অক্টোবর মাসের আট তারিখ শেষ হবে এশিয়ান গেমস। সেই সময় ভারতীয় দল বিশ্বকাপ অভিযানে নেমে পড়বে। সেখানেই যশস্বীকে বিশ্বকাপের দলে রাখার পক্ষে সওয়াল সৌরভের ৷
তবে প্রশ্ন উঠেছে, এই অবস্থায় কীভাবে যশস্বী জয়সওয়ালকে বিশ্বকাপের দলে রাখা সম্ভব। সৌরভ বলছেন, "এশিয়ান গেমসে যশস্বী টিমে আছে তো কী হয়েছে, টিমের স্বার্থে এশিয়ান গেমসের দল থেকে প্রত্যাহার করে ওকে ওয়ান ডে টিমে নেওয়া যেতেই পারে।" এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে ওয়েস্ট ইণ্ডিজ সফরে রয়েছেন মুম্বইয়ের ব্যাটার। প্রথম টেস্টে ভারতীয় দল অনায়াসে জয় পেয়েছে। সেই টেস্টে অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়ালের। অভিষেক টেস্টেই অসাধারণ সেঞ্চুরি করেছেন। অভিষেকে সেঞ্চুরিকারী ভারতীয়দের তালিকায় যশস্বী 14 নম্বরে।
টেস্ট অভিষেকে সেঞ্চুরির যে আলাদা মাহাত্ম রয়েছে তা সৌরভ জানেন। কারন 1996 সালে লর্ডসে নিজের অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সৌরভ। তাই যশস্বীর সেঞ্চুরি যে কতটা দামি তা বোঝেন। তিনি বলেন, "টেস্ট সেঞ্চুরি সবসময়ই দামি। যশস্বী অসাধারণ প্রতিভা। আমিও অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলাম। আজ ও করে দেখালো। তাছাড়া দলের ওপেনিং জুটিতে ডান হাতি, বাঁ-হাতি কম্বিনেশন ব্যাটিং গভীরতায় অন্যমাত্রা যোগ করে। একজন বাঁহাতি দলের টপ অর্ডারে থাকলে ব্যাটিং বৈচিত্র্য বাড়ে।"