পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC final : সাউদাম্পটনে রোদ-ছায়ার লুকোচুরি, মাঠে কি বল গড়াবে ?

মাঠে বল না গড়িয়েও বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের খেলা ৷ দিনটা হোটেলের ঘরে বসে কেটেছে বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের ৷

WTC final
WTC final

By

Published : Jun 19, 2021, 12:27 PM IST

সাউদাম্পটন, 19 জুন : ক্রিকেটপ্রেমীদের সব উত্তেজনায় জল ঢেলে দিয়েছিল বরুণদেবের রোষ ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে সাউদাম্পটনে রীতিমতো খেলা চলেছে বৃষ্টির ৷ খেলা শুরু হওয়া তো দূরঅস্ত, টস করতে মাঠেও নামতে পারেননি দুই দলের অধিনায়ক ৷ বৃষ্টি চলে শুক্রবার দুপুর পর্যন্ত ৷ মাঠের চারদিকে জল জমে যায় ৷ জল নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও তড়িঘড়ি মাঠ শুকিয়ে খেলা শুরু করা সম্ভব হয়নি ৷

শনিবার সকাল থেকে সাউদাম্পটনে আবহাওয়ার দিকে চোখ রেখেছেন ক্রিকেটপ্রেমীরা ৷ ইংল্যান্ডের মৌসম বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গতকালের থেকে শুকনো থাকবে আজকের আবহাওয়া ৷ তবে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে ৷ হয়ত লাগাতার বৃষ্টি হবে না ৷ কিন্তু থেকে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম বিভাগ ৷ এদিকে ক্রিকেটপ্রেমীদের সকাল সকাল ভালো খবর শুনিয়েছেন দীনেশ কার্তিক ৷ ধারাভাষ্যের কাজের জন্য বর্তমানে সাউদাম্পটনে রয়েছেন কার্তিক ৷

হোটেল থেকে রোজ বোল স্টেডিয়ামের ছবি পোস্ট করেছেন কার্তিক ৷ ছবিতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের গ্যালারির ছাউনি চুঁইয়ে সকালের রোদ পড়েছে স্টেডিয়ামের সবুজ গালিচায় ৷ কার্তিক যখন ছবিটা তুলেছেন তখন সময় তখন সকাল 6 টা বেজে 22 মিনিট ৷ তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস ৷ তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, সকালের দিকে রোদ উঠলেও সাউদাম্পটনের আকাশ সারাদিন মেঘলা থাকবে ৷ মাঝে মধ্যে ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন :WTC Final : ভারত খেলে বাকিরা দেখে, ভনের টুইটের জবাব জাফরের

রবিবার ও সোমবারও সাউদাম্পটনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ স্থানীয় সময় অনুসারে সকাল 10টা, 12টা এবং দুপুর 2টোর সময় 10 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বিকেল পাঁচটা পর্যন্ত 30 শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ অর্থাৎ ভারতীয় সময় অনুসারে দুপুর তিনটের (স্থানীয় সময় সকাল সাড়ে দশটা ) পর খেলা শুরু হতে পারে ৷ যা পরিস্থিতি তাতে টসের পর 2 থেকে 3 ঘণ্টা খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details