পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 18, 2021, 9:57 PM IST

ETV Bharat / sports

WTC Final : ভারত খেলে বাকিরা দেখে, ভনের টুইটের জবাব জাফরের

এবারই প্রথম ভন বনাম জাফর টুইট যুদ্ধ দেখা গেল না ৷ এর আগেও একাধিকবার টুইটারের যুদ্ধে মেতেছেন দুই প্রাক্তন ক্রিকেটার ৷ ইংল্যান্ডের ভারত সফরে, ব্রিটিশদের 3-1 ব্যবধানে সিরিজ় হারের পর ভারতীয় পিচ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন ভন ৷ জবাব দেন জাফরও ৷

ভনের টুইটের জবাব জাফরের
ভনের টুইটের জবাব জাফরের

মুম্বই, 18 জুন : একদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৷ অন্যদিকে সেই মেগা যুদ্ধ নিয়ে টুইটারে যুদ্ধ প্রাক্তন দুই ক্রিকেটারের ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন একটিও বল না গড়ালেও মাঠের বাইরে দুই ক্রিকেটারের টুইটার ব্যাটেল নিয়ে উত্তেজনা ক্রিকেট ভক্তদের মধ্যে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম সেশন বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার পরই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের টুইট, ‘বৃষ্টি বাঁচিয়ে দিল ভারতকে ৷’ তারপরই শোরগোল সোশ্যাল মিডিয়ায় ৷

খানিকটা মজা করেই বোধহয়, কথাটা লিখেছিলেন মাইকেল ভন ৷ টুইটারে ভন লেখেন, ‘‘ আমার মনে হচ্ছে ভারত বৃষ্টির জন্য বেঁচে গেল ৷’’ কিন্তু তা ভষ্মে ঘি ঢালার মতো হল ৷ ভারতীয় ফ্যানরা রীতিমতো ভনকে একহাতে নিলেন ৷ এমনকি প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরও একহাত নিলেন ভনকে ৷ টুইটের জবাবও দিলেন, তবে একেবারে নিজের ভঙ্গিতে ৷ বলিউডের সুপারস্টার আমির খানের বিখ্যাত ফিল্ম ‘লগন’-এর একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘‘বাকি দলগুলি এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা দেখছে ৷’’ অর্থাৎ জাফর বোধহয় বোঝাতে চাইলেন, ভারত যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে, তখন অন্যদিকে ইংল্যান্ড ক্রিকেট দল ও ইংল্যান্ড ক্রিকেট ভক্তরা বাইরে থেকে খেলা দেখবে ৷ কারণ ইংল্যান্ড ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ৷

তবে এবারই প্রথম ভন বনাম জাফর টুইট যুদ্ধ দেখা গেল না ৷ এর আগেও একাধিকবার টুইটারের যুদ্ধে মেতেছেন দুই প্রাক্তন ক্রিকেটার ৷ ইংল্যান্ডের ভারত সফরে, ব্রিটিশদের 3-1 ব্যবধানে সিরিজ় হারের পর ভারতীয় পিচ নিয়ে একাধিক প্রশ্ন তোলেন ভন ৷ জবাব দেন জাফরও ৷

আরও পড়ুন : WTC Final : বৃষ্টিতে ধুয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের খেলা

অন্যদিকে সাউদাম্পটনের টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই দলের কাছেই ৷ কারণ, আবহওয়া ভারী থাকায় বলের মুভমেন্ট দেখা যাবে ৷ ফলে সিমাররা প্রথম থেকেই ভয়ঙ্কর হতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details