পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final : নতুন বিশ্বযুদ্ধের পিচে লড়াই দুই পুরানো প্রতিপক্ষের

13 বছর পর আবার আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি অধিনায়ক বিরাট ও অধিনায়ক কেন ৷ লড়াই যে সেয়ানে সেয়ানে তা আর বলার অপেক্ষা রাখে না ৷ দুবছরের লম্বা প্রতিযোগিতায় একমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষেই সিরিজে হেরেছে ভারত ৷ শুধু তাই নয় দু ম্যাচের সিরিজে দুটো ম্যাচই জেতে কেনের নিউজিল্যান্ড ৷ সদ্য ভারতের থেকে ছিনিয়ে নিয়েছেন টেস্ট ক্রিকেটের শীর্ষস্থান ৷ তবুও ম্যাচের আগে বিরাটের ভারতকে সমিহই করছেন কিউই অধিনায়ক ৷

VIRAT
VIRAT

By

Published : Jun 18, 2021, 6:45 AM IST

Updated : Jun 18, 2021, 8:57 AM IST

সাউদাম্পটন , 18 : লড়াইটা পুরানো ৷ 2008 সালের যুব বিশ্বকাপ থেকে সম্মুখ সমরে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন ৷ সেই বিশ্বকাপে যুব ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন বিরাট , উল্টো দিকে কিউইদের অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন ৷ সে বছরের 27 ফেব্রুয়ারি কুয়ালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভাল গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড ৷ যুব বিশ্বকাপের সেমিফাইনালে ডাকওয়ার্থ-লুইস নিয়মে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে দেয় ভারত ৷ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বিরাট ৷

ম্যাচে বিরাট বনাম কেন লড়াইটা আলাদা মাত্রা নিয়েছিল ৷ ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা কিউই অধিনায়ককে প্যাভেলিয়নে ফিরিয়েছিলেন বিরাট ৷ তাঁর বলে শ্রীবৎস গোস্বামীর হাতে ধরা দিয়ে 37 রানে থেমে যায় কেন উইলিয়ামসনের ইনিংস ৷ এদিকে কেনও প্রতিশোধ নিয়েছিলেন সেই ম্যাচেই ৷ দুরন্ত ক্যাচ ধরে থামিয়ে দিয়েছিলেন বিরাটের বিক্রম ৷ জর্জ ওয়ার্কারের বলে বিরাটের উইকেট পড়ার পর বেশ চাপে পড়ে যায় ভারত ৷ তবে সৌরভ তিওয়ারির দায়িত্বশীল ইনিংস ভারতে জয় এনে দেয় ৷

এর পর বিশ্বক্রিকেটে এসেছে বহু পরিবর্তন ৷ বর্তমানে সেদিনের দুই যুব ক্রিকেটার দুই দেশের সিনিয়র দলের অধিনায়ক ৷ শুধু তাই নয় দুজনেই বর্তমানে সব ধরনের ক্রিকেটে সমান দাপট দেখাচ্ছেন ৷ 13 বছর পর আবার আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি অধিনায়ক বিরাট ও অধিনায়ক কেন ৷ লড়াই যে সেয়ানে সেয়ানে তা আর বলার অপেক্ষা রাখে না ৷ দুবছরের লম্বা প্রতিযোগিতায় একমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষেই সিরিজে হেরেছে ভারত ৷ শুধু তাই নয় দু ম্যাচের সিরিজে দুটো ম্যাচই জেতে কেনের নিউজিল্যান্ড ৷ সদ্য ভারতের থেকে ছিনিয়ে নিয়েছেন টেস্ট ক্রিকেটের শীর্ষস্থান ৷ তবুও ম্যাচের আগে বিরাটের ভারতকে সমিহই করছেন কিউই অধিনায়ক ৷ তাঁর মতে নিরপেক্ষ মাঠে এই ম্যাচ একদম আলাদা হতে চলেছে ৷ ভারত পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে ৷ তাঁর মতে আইপিএল দেখলেই বোঝা যায় ভারতে প্রতিভার অভাব নেই ৷

ভারতকে সমীহ করছেন কেন উইলিয়ামসন ৷

মাঠের বাইরে কেন ও বিরাটের সম্পর্ক বেশ মধুর ৷ দুজনেই দুজনকে বেশ সমীহ করেন ৷ সেই কিশোর বয়স থেকেই দুজন দুজনের খেলা পছন্দ করেন ৷ তবুও বাইশ গজে তাঁরা শুধুই প্রতিদ্বন্দ্বী ৷ সম্মুখ সমরে কেনকে টেক্কা দিতে কোনও রেয়াত করবে না সাফ জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপে কেনই একমাত্র অধিনায়ক যার বিরুদ্ধে তাঁর পরাক্রম অস্ত যায় ৷ সেই কথা মনে থাকলেও তা নিয়ে বেশি ভাবতে নারাজ বিরাট ৷ তাঁর মতে অস্ট্রেলিয়া সিরিজের রূপকথাই হোক প্রেরণা ৷ দলের তরুণ ক্রিকেটারদের সেই অদম্য লড়াই বুঝিয়ে দেয় ভারত কেন আজ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৷ প্রতিপক্ষকে নিয়ে তাঁরা ভাবছেন না ৷ পাঁচ দিন তাঁর দল নিজেদের সেরাটা উজার করে দিতে তৈরি ৷

আরও পড়ুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম একাদশ ঘোষণা করল ভারত

ম্যাচের ফল যাই হোক সাউদাম্পটনে ইতিহাস তৈরি হবেই ৷ ক্রিকেটের সবচেয়ে পুরানো ফরম্যাটে সবচেয়ে নতুন মহাযুদ্ধের নায়ক কে হবেন তার উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই ৷ যেই জিতুক ক্রিকেট প্রেমীরা চাইছেন কেন ও বিরাটের হাত ধরে বাইশ গজে রচিত হোক নতুন এক রূপকথা ৷ আবার জোয়ার আসুক টেস্ট ক্রিকেটের শুকনো পিচে৷

Last Updated : Jun 18, 2021, 8:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details