সাউদাম্পটন , 18 : লড়াইটা পুরানো ৷ 2008 সালের যুব বিশ্বকাপ থেকে সম্মুখ সমরে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন ৷ সেই বিশ্বকাপে যুব ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন বিরাট , উল্টো দিকে কিউইদের অধিনায়ক ছিলেন কেন উইলিয়ামসন ৷ সে বছরের 27 ফেব্রুয়ারি কুয়ালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভাল গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড ৷ যুব বিশ্বকাপের সেমিফাইনালে ডাকওয়ার্থ-লুইস নিয়মে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে দেয় ভারত ৷ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বিরাট ৷
ম্যাচে বিরাট বনাম কেন লড়াইটা আলাদা মাত্রা নিয়েছিল ৷ ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা কিউই অধিনায়ককে প্যাভেলিয়নে ফিরিয়েছিলেন বিরাট ৷ তাঁর বলে শ্রীবৎস গোস্বামীর হাতে ধরা দিয়ে 37 রানে থেমে যায় কেন উইলিয়ামসনের ইনিংস ৷ এদিকে কেনও প্রতিশোধ নিয়েছিলেন সেই ম্যাচেই ৷ দুরন্ত ক্যাচ ধরে থামিয়ে দিয়েছিলেন বিরাটের বিক্রম ৷ জর্জ ওয়ার্কারের বলে বিরাটের উইকেট পড়ার পর বেশ চাপে পড়ে যায় ভারত ৷ তবে সৌরভ তিওয়ারির দায়িত্বশীল ইনিংস ভারতে জয় এনে দেয় ৷
এর পর বিশ্বক্রিকেটে এসেছে বহু পরিবর্তন ৷ বর্তমানে সেদিনের দুই যুব ক্রিকেটার দুই দেশের সিনিয়র দলের অধিনায়ক ৷ শুধু তাই নয় দুজনেই বর্তমানে সব ধরনের ক্রিকেটে সমান দাপট দেখাচ্ছেন ৷ 13 বছর পর আবার আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি অধিনায়ক বিরাট ও অধিনায়ক কেন ৷ লড়াই যে সেয়ানে সেয়ানে তা আর বলার অপেক্ষা রাখে না ৷ দুবছরের লম্বা প্রতিযোগিতায় একমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষেই সিরিজে হেরেছে ভারত ৷ শুধু তাই নয় দু ম্যাচের সিরিজে দুটো ম্যাচই জেতে কেনের নিউজিল্যান্ড ৷ সদ্য ভারতের থেকে ছিনিয়ে নিয়েছেন টেস্ট ক্রিকেটের শীর্ষস্থান ৷ তবুও ম্যাচের আগে বিরাটের ভারতকে সমিহই করছেন কিউই অধিনায়ক ৷ তাঁর মতে নিরপেক্ষ মাঠে এই ম্যাচ একদম আলাদা হতে চলেছে ৷ ভারত পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে ৷ তাঁর মতে আইপিএল দেখলেই বোঝা যায় ভারতে প্রতিভার অভাব নেই ৷