সাউদাম্পটন, 23 জুন : হুবহু এক ডেলিভারি ৷ প্যাভিলিয়নের পথে যাঁকে ফেরালেন সেই ব্যক্তিটিও এক ৷ আর উইকেট পাওয়ার পর বন্য উদযাপনটাও মিলে গিয়েছে ৷ শুধু মাঝে পাঁচ বছরের ব্যবধান ৷ ঠিক যেভাবে 2016 সালে বিজে ওয়াটলিংকে আউট করেছিলেন, আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে একই ভঙ্গিমায় কিউয়ি উইকেটকিপার ব্যাটসম্যানকে আউট করলেন বঙ্গ পেসার মহম্মদ শামি ৷
আজ সাউদাম্পটনে আগুন ঝরিয়েছেন কোহলির নির্ভরযোগ্য পেসার শামি ৷ ফাইনাল টেস্টের পঞ্চম দিনে চারটি উইকেট ঝুলিতে পুরেছেন ৷ তাঁর শিকারের মধ্য়ে রয়েছেন রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন এবং বিজে ওয়াটলিং ৷ তার মধ্যে 35 বছরের কিউয়ি উইকেটকিপার ব্যাটসম্যান বিজে ওয়াটলিংকে দুরন্ত ডেলিভারিতে বোল্ড আউট করেন শামি ৷ যে ভঙ্গিমায় ওয়াটলিংকে তিনি ফেরালেন তাতে পাঁচ বছর আগের স্মৃতি ফিরিয়েছেন শামি ৷ 2016 সালে হুবহু এক ভঙ্গিমায় ওয়াটলিংকে বোল্ড আউট করার এক ভিডিয়ো খুঁজে পেয়েছেন ক্রিকেট প্রেমীরা ৷