পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC final : সাউদাম্পটনের আকাশে কালো মেঘ, বৃষ্টির সম্ভাবনা ভাবাচ্ছে ক্রিকেটপ্রেমীদের - ind vs nz

সাউদাম্পটনের ওয়েদার আপডেট অবশ্য ক্রিকেট অনুরাগীদের জন্য খুব একটা সুখের নয় ৷

WTC
WTC

By

Published : Jun 20, 2021, 11:01 AM IST

Updated : Jun 20, 2021, 11:17 AM IST

সাউদাম্পটন, 20 জুন : প্রথমদিন বরুণদেবের রোষ ঝরে পড়েছিল সাউদাম্পটনের রোজ বোলের (Rose Bowl cricket ground) মাঠে ৷ ভেস্তে গিয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমদিনের খেলা ৷ শনিবার অর্থাৎ দ্বিতীয় দিন ম্যাচ শুরু হলেও আলো কম থাকার কারণে মাঠ থেকে উঠে যেতে হয় ভারত ও নিউজ়িল্যান্ডের ক্রিকেটারদের ৷ আজ তৃতীয় দিন ৷ রবিবাসরীয় সাউদাম্পটনের(Southampton) আকাশের মেজাজ কেমন থাকবে তা নিয়ে শঙ্কায় ক্রিকেটপ্রেমীরা ৷ আজ কী ফের বৃষ্টির খেলা শুরু হবে ? নাকি ইংল্যান্ডের গ্রীষ্মে মেঘ কেটে ঝলমলে রোদে মাঠে নামবে দুই দল ৷

গতকাল 65 ওভারেরও কম খেলা হয়েছে ৷ 64.4 ওভার তখন খেলা চলছে ৷ ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন ও তাঁর ডেপুটি বিরাট কোহলি (Virat Kohli) ও অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ৷ আকাশ কালো করে আসে ৷ আম্পায়ারের মনে হয় খেলা চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত আলোর অভাব রয়েছে ৷ ফলে 146/3 স্কোর থাকা অবস্থায় মাঠ থেকে উঠে আসেন কোহলি ও রাহানে ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে প্রথম দিনটা ভালোভাবে কাটিয়ে দেয় ভারত ৷ কিন্তু ভারতীয় সমর্থকদের চিন্তার কারণ একটাই, আজ ম্যাচে প্রকৃতি ফের বিঘ্ন ঘটাবে না তো ৷

20 জুন সাউদাম্পটনের ওয়েদার আপডেট (Southampton weather update) অবশ্য ক্রিকেট অনুরাগীদের জন্য খুব একটা সুখের নয় ৷ ক্রিকেট অনুরাগীদের কাছে এই রবিবারটা সুপার সানডেতে পরিণত হওয়ার আশা কম ৷ জানা গিয়েছে, 19 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে তাপমাত্রা ৷ সারাটা দিন আকাশ মেঘলা থাকবে ৷ দিনে দু'বার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ৷

আরও পড়ুন : WTC Final : আপনি স্পিনের কিছু বোঝেন ? প্রশ্ন শেন ওয়ার্নকে, হেসে কুটোপাটি নেটিজেনরা

গতকাল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন । শুরুটা ভাল করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল ৷ জুটিতে 50 পার হয়ে যায় ভারতের ৷ কাইল জেমিসনের বলে 34 রান করে আউট হন রোহিত শর্মা ৷ এরপর 28 রান করে নেল ওয়াগনারের বলে ফিরে যান শুভমন গিল ৷ দ্রুত ফেরেন চেতেশ্বর পূজারাও ৷ 3 উইকেট হারিয়ে ভারতের রান যখন 146 তখন খারাপ আলোর কারণে দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয় ৷

Last Updated : Jun 20, 2021, 11:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details