পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ড্র বা টাই হলে যুগ্ম বিজয়ী : আইসিসি - সাউদাম্পটনে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড

রিজার্ভ দিন পাঁচদিনের পূর্ণসময়ের খেলা নিশ্চিত করতে রাখা হয়েছে ৷ অর্থাৎ নির্দিষ্ট দিনে যদি খেলার সময় নষ্ট হয় এবং অন্যান্য দিনে যদি সেই সময় পূরণ করা না যায়, একমাত্র তখনই এই রিজার্ভ দিনে খেলা হবে ৷

টাই হলে ভারত ও নিউজ়িল্যান্ড যুগ্ম বিজয়ী : আইসিসি
টাই হলে ভারত ও নিউজ়িল্যান্ড যুগ্ম বিজয়ী : আইসিসি

By

Published : May 28, 2021, 7:24 PM IST

দুবাই, 28 মে : কয়েক দিন পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ সাউদাম্পটনে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড ৷ কিন্তু এই ম্যাচ যদি টাই বা ড্র হয়, তাহলে টেস্ট চ্যাম্পিয়নের খেতাব উঠবে কার মাথায়? প্রশ্নটা উঠেছিল বিভিন্ন মহলে ৷ আজ তারই উত্তর দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ শুক্রবার আইসিসি জানিয়ে দিল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যদি টাই হয়, সেক্ষেত্রে দুটি দেশকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে ৷

খেলার নিয়মাবলী জানানোর সময় আইসিসির গ্লোবাল বডি জানায়, ড্র বা টাই হলে দু’টি দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে ৷ আইসিসি একদিন রিজার্ভ হিসেবেও রেখেছে ৷ 18 থেকে 22 জুনের মধ্যে যদি কোনও কারণবশত খেলা নির্দিষ্ট সময়ে শুরু করা না যায়, বা অন্য কোনও ভাবে সময় নষ্ট হয়, সেক্ষেত্রে রিজার্ভ দিন হিসেবে 23 জুন বাকি অংশের খেলা হবে ৷

আইসিসির গ্লোবাল বডি আরও জানায়, এই দুটি সিদ্ধান্ত 2018 সালের জুন মাসে যখন টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হয়েছিল, তখনই নেওয়া হয়েছিল ৷

রিজার্ভ দিন পাঁচদিনের পূর্ণসময়ের খেলা নিশ্চিত করতে রাখা হয়েছে ৷ অর্থাৎ নির্দিষ্ট দিনে যদি খেলার সময় নষ্ট হয়, এবং অন্যান্য দিনে যদি সেই সময় পূরণ করা না যায়, একমাত্র তখনই এই রিজার্ভ দিনে খেলা হবে ৷

আরও পড়ুন :বিসিসিআই’র এসজিএম-এ যোগ দিতে মুম্বই গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আইসিসির তরফে বলা হয়, কোনও অতিরিক্ত দিনের খেলা হবে না ৷ পাঁচদিনের পূর্ণ সময়ের খেলা হওয়ার পর যদি ফলাফল না পাওয়া যায়, তখন ম্যাচ ড্র ঘোষণা করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details