পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লালা ছাড়াই বল সুইং করবে, মন্তব্য ইশান্ত শর্মার - swing even without saliva

এবার লালা দিয়ে বল পালিশ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতীয় দলের তারকা পেসার ইশান্ত শর্মা । গত বছর করোনা প্যানডেমিকের কারণেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল লালা দিয়ে বল পালিশকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ।

Ishant Sharma
বল পালিশের বিষয়ে মন্তব্য করলেন ইশান্ত শর্মা

By

Published : Jun 15, 2021, 2:00 PM IST

সাউদাম্পটন, ১৫ জুন: আগামী শুক্রবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত । এবার লালা দিয়ে বল পালিশ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতীয় দলের তারকা পেসার ইশান্ত শর্মা । গত বছর করোনা প্যানডেমিকের কারণেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল লালা দিয়ে বল পালিশকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ।

বল পালিশের বিষয়ে বলতে গিয়ে ইশান্ত বলেন, ‘‘ম্যাচে লালা দিয়ে বল পালিশ না করলেও বল সুইং করবে । দলের নির্দিষ্ট কোনও খেলোয়াড়ই বল রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন । ফলে এই বিষয় নিয়ে যে সংশয় দেখা দেয় তা দূর করা অনেক সহজ হবে । লালা ছাড়াই বল সুইং করার ফলে বোলারদের ক্ষেত্রেও অনেক সুবিধা হবে । এর ফলে বোলারদের সহজে উইকেট নিতে পারবে ।’’

আরও পড়ুন: শ্রীলঙ্কাগামী ভারতীয় দলের কোচ রাহুল, জানিয়ে দিলেন সৌরভ

বল সুইংয়ের বিষয়ে তিনি ঠান্ডা আবহাওয়া অনেকটাই সাহায্য করবে বলেও উল্লেখ করেন । বোলারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘যাঁরা সহজেই পরিবর্তনকে গ্রহণ করে নেবেন তাঁদের বলই ভালো সুইং করবে পিচে । সুইংয়ের জন্য লেন্থ করতেও সুবিধা হবে ।’’ ইংল্যান্ডে বোলিং লাইন আপ ধরে রাখতে তিনি যথেষ্ট সক্ষম রয়েছেন ৷ ইতিমধ্যেই বিখ্যাত ভারতীয় তারকা পেসার ইশান্ত শর্মা ১০১টি টেস্ট খেলে ফেলেছেন । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের বোলাররা তাঁদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত বলেও ইশান্ত উল্লেখ করেন ।

ABOUT THE AUTHOR

...view details