সাউদাম্পটন, 20 জুন : কেউ যদি অমিতাভ বচ্চনকে অভিনয়টা ভালো করে শিখতে বলে ! বা সচিন তেন্ডুলকরকে ব্যাটিংটা শিখে নেওয়ার পরামর্শ দেন ৷ বিরজু মহারাজ বা প্রভু দেবাকে বলেন, যান নাচটা গিয়ে শিখে আসুন ৷ বা লতা মঙ্গেশকরকে সুর, তালের জ্ঞান দেন ৷ শুনে আপনার যেমন অনুভূতি হবে ঠিক তেমনই অনুভূতি হচ্ছে শেন ওয়ার্নের অনুরাগীদের ৷ শুধু ওয়ার্নের অনুরাগীরাই নন, গোটা ক্রিকেট জগতকে ভাবতে বাধ্য করছে একটি প্রশ্ন ৷ টুইটারে এই ব্যক্তি অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে প্রশ্ন করেছেন, আপনি স্পিনের কিছু বোঝেন !!!
কিন্তু কী কারণে এমন অদ্ভুত প্রশ্ন ৷ ঘটনার সূত্রপাত ওয়ার্নের করা একটি টুইট নিয়ে ৷ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারত তিন পেসার ও দুই স্পিনার নিয়ে প্রথম একাদশ সাজিয়েছে ৷ অন্যদিকে নিউজ়িল্যান্ড টিম ম্যানেজমেন্ট সেদিক মাড়ায়নি ৷ তারা চার স্পেশালিস্ট পেস বোলার নিয়ে নেমেছে ৷ এরই সঙ্গে রাখা হয়েছে পেস অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে ৷ দলে কোনও স্পিনার নেই ৷ যা নিয়ে অসন্তুোষ প্রকাশ করেন শেন ওয়ার্ন ৷
ওয়ার্ন মনে করেন, যে পিচে বল সুইং করে, সেখানে বলে টার্নও দেখা যাবে ৷ টুইটারে তিনি লেখেন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ড কোনও স্পিনার না খেলানোয় হতাশ ৷ কারণ এই উইকেটে ভাল স্পিন দেখা যাবে ৷ ইতিমধ্যে ফুটমার্ক তৈরি হতে শুরু করেছে ৷ মনে রাখতে হবে পিচে সিম থাকলে স্পিনও থাকবে ৷ যদি আবহওয়া ব্যাঘাত না ঘটায়, ভারত 275 থেকে 300 -র বেশি করলেই নিউজ়িল্যান্ডের কাছে খেলা শেষ ৷"