সাউদাম্পটন , 15 জুন : লর্ডসের বেদনা রোজ বোলে ভুলতে চায় নিউজিল্যান্ড । 2019 সালের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে অদ্ভুত এক নিয়মের গেরোয় হারতে হয়েছিল কিউইদের ৷ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে সেই ক্ষতে প্রলেপ দিতে চান কেন উইলিয়ামসন - রস টেলররা ।
শুক্রবার সাউদাম্পটনের রোজ বোলে শুরু হবে মহারণ । টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড । সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কিউই ব্যাটসম্যান রস টেলর ।
তিনি বলেন ," দুই বছর আগে আমরা দুর্ভাগ্যজনক ভাবে বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিলাম ৷ সে সময়ে আমরা ম্যাচটা হারলাম সেই সময় আমার বয়স যা ছিল তাতে মনে হয়েছিল এটাই হয়তো শেষ বিশ্বকাপের ফাইনাল ৷ আমি সৌভাগ্যবান যে এই ম্যাচটা খেলতে পারব৷ 2019 সালে যদি আমরা বিশ্বকাপ জিততাম তাহলে সেই সময়ই হয়তো অবসর নিয়ে নিতাম ৷ তবে অবসর না নিয়ে আমি খুশি ৷ "
তিনি আরও বলেন ," এই ম্যাচে খেলর জন্য অমি সত্যিই মুখিয়ে রয়েছি । শুধু আমি কেন গোটা দল মুখিয়ে রয়েছে । ভারতের বিরুদ্ধে এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে ৷ আমরা মাত্র সপ্তাহ খানেক টেস্ট ক্রমতালিকায় শীর্ষে রয়েছি ৷ ভারত প্রায় পাঁচ-ছয় বছর ধরে এই জায়গায় রয়েছে ৷ ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ । "