পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তপ্ত সাউদাম্পটনে অশ্বিন-জাদেজার জোড়া স্পিনের পক্ষে সওয়াল গাভাসকরের - টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম একাদশে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দু’জনকেই রাখার পরামর্শ সুনীল গাভাসকরের ৷ কারণ হিসেবে সানি জানিয়েছেন, সাউদাম্পটনের গরমে শুকনো পিচে স্পিনাররা সাহায্য পাবেন ৷ যা ম্যাচ যত গড়াবে, তত ভারতের জন্য সুবিধা করে দেবে ৷

wtc-final-2021-india-will-go-with-ravindra-jadeja-and-ravichandran-ashwin-in-world-test-championship-final-says-sunil-gavaskar
তপ্ত সাউদাম্পটনে অশ্বিন-জাদেজার জোড়া স্পিনের পক্ষে সওয়াল গাভাসকরের

By

Published : Jun 16, 2021, 4:51 PM IST

নয়াদিল্লি, 16 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে খেলানোর পক্ষে সওয়াল করলেন সুনীল গাভাসকর ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সাউদাম্পটনের গরমে ভারতের দুই স্পিনার সুবিধা পাবেন ৷ বিশেষ করে ম্যাচ যত শেষের দিকে গড়াবে ততই পিচ থেকে সুবিধা তুলতে পারবেন ভারতের অভিজ্ঞ দুই স্পিনার ৷

প্রসঙ্গত, আইসিসি’র নিয়ম অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC FINAL 2021) জন্য 15 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিসিআই’র নির্বাচনী কমিটি ৷ যে দলে রয়েছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্ব পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা ৷ সুযোগ পেয়েছেন শুভমান গিল, হনুমা বিহারি, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, উমেশ যাদব এবং মহম্মদ সিরাজরা ৷ এই প্রাথমিক দল থেকেই প্রথম একাদশ বেছে নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ যেখানে ইংল্যান্ডের আবহাওয়ার কথা মাথায় রেখে ভারত প্রথম সারির তিন জন পেসারকে খেলাবে সেটা স্বাভাবিক ৷ কিন্তু, সুনীল গাভাসকর মনে করেন সাউদাম্পটনের গরম আবহাওয়ায় অশ্বিন এবং জাদেজা দু’জনকেই খেলানো উচিত ৷

আরও পড়ুন : WTC Final : বিরাট নিজের ভুল শোধরাতে জানেন : সচিন

সংবাদ সংস্থাকে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, ‘‘সাউদাম্পটনে গত কয়েকদিন ধরে অস্বাভাবিক গরম পড়েছে ৷ ফলে স্বাভাবিক ভাবেই পিচ শুকনো থাকবে এবং ম্যাচ যত এগোবে ততই স্পিনাররা সুবিধা পাবেন ৷ তাই অশ্বিন এবং জেদজা দু’জনকেই খেলানো উচিত’’ ৷ তবে, শুধুমাত্র বোলিং এর প্রসঙ্গ নয় ৷ অশ্বিন এবং জাদেজা অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে খেলেন ৷ স্বাভাবিকভাবেই তাঁদের উপস্থিতি এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংকেও শক্তিশালী করবে বলে জানিয়েছেন গাভাসকর ৷

আরও পড়ুন : WTC Final : ডিউক বলে কী করণীয়, রোহিতকে বোঝালেন সচিন

পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি প্রতিযোগিতামূলক টেস্ট খেলেছে ৷ যা তাঁদের ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রেখেছে ৷ সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট জিতে সিরিজ নিজেদের নামে করেছেন কেন উইলিয়ামসনরা ৷ সেখানে ভারত ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ খেলেছেন ৷ ফলে ভারতের থেকে নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস ফাইনালের আগে অনেকটাই বেশি বলে মনে করছেন সুনীল গাভাসকর ৷

ABOUT THE AUTHOR

...view details