বারাসত, 15 ফেব্রুয়ারি :আইপিএলে সুযোগ পেয়েছেন বারাসতের ঋত্বিক চট্টোপাধ্যায় । উপেক্ষার যন্ত্রণা সইতে সইতেই দেশের সর্বোচ্চ ক্রিকেট গ্রহে ঢুকে পড়েছেন বাংলার অলরাউন্ডার ৷ নিলামের দ্বিতীয় দিনে তাঁকে কিনেছে পঞ্জাব কিংস (Writtick Chatterjee in PBKS ) ৷ বাংলার হয়ে রনজি ট্রফি খেলতে এই মুহূর্তে ভিন রাজ্যে রয়েছেন ঋত্বিক । ফলে বারাসতের বাড়িতে তাঁকে পাওয়া না গেলেও ঋত্বিকের পরিবার যে উচ্ছ্বসিত তা ইটিভি ভারতকে জানাতে ভোলেননি দাদা ঋতম চট্টোপাধ্যায় ( Writtick Chatterjee got chance in IPL) ।
ঋতম বলেন, ‘‘সাড়ে চার বছর বয়সে ভাইয়ের ক্রিকেটে হাতেখড়ি । 24 বছরের ক্রিকেট জীবনে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ওকে । তবে সবসময় চেষ্টা করেছে ভাল ক্রিকেট উপহার দিতে । বাংলার হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে একের পর এক সেরা ইনিংস খেলেছে ৷ রঞ্জি খেলে পঞ্জাব কিংস দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ঋত্বিকের ।’’