আগরতলা, 5 জুলাই: গত শনিবার সিএবি-তে গিয়ে বাংলার সঙ্গে মধুচন্দ্রিমায় ইতি টেনে এসেছিলেন ৷ জানিয়েছিলেন একাধিক রাজ্যের হয়ে খেলার প্রস্তাব রয়েছে তাঁর কাছে ৷ তবে পড়শি রাজ্য ত্রিপুরার হয়ে খেলতেই বেশি আগ্রহী ছিলেন ঋদ্ধিমান সাহা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে সেই সম্ভাবনাতেই সিলমোহর পড়তে চলেছে ৷ ক্রিকেটারের পাশাপাশি মেন্টর হয়ে ত্রিপুরায় যোগদান করতে চলেছেন বছর সাঁইত্রিশের বঙ্গ স্টাম্পার-ব্যাটার (Wriddhiman Saha to join Tripura cricket team as player cum mentor) ৷
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম-সচিব কিশোর দাস সংবাদসংস্থা পিটিআই-কে এ ব্যাপারে বলেছেন, "সাহার (ঋদ্ধিমান) সঙ্গে আমাদের বিশদে আলোচনা হয়েছে ৷ ও আমাদের রাজ্যের হয়ে খেলতে রাজি হয়েছে ৷ সিনিয়র দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে ক্রিকেটারের পাশাপাশি মেন্টর পদের দায়িত্ব সামলাবেন তিনি ৷" বঙ্গ স্টাম্পার-ব্যাটার কবে ত্রিপুরার হয়ে চুক্তি সই করবেন ? উত্তরে কিশোর দাস জানান, সব ঠিক থাকলে 15 জুলাই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন ঋদ্ধি ৷ দেশের হয়ে 40টি টেস্ট খেলা ক্রিকেটারের যোগদানে ত্রিপুরা দল যে সমৃদ্ধ হবে, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট আধিকারিক ৷