পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wriddhiman Saha: বয়সই জাতীয় দলে ফেরার অন্তরায়, আক্ষেপের সুর ঋদ্ধির গলায়

বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা নিয়ে কাউকে দোষারোপ করতে চান না ভারতীয় দলের 'ব্রাত্য' উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা ৷ তিনি যে আর জাতীয় দলের ফেরার আশা রাখছেন না, তাও এদিন শোনা গেল এই বাঙালি ক্রিকেটারের গলায় ৷

ETV Bharat
ঋদ্ধিমান সাহা

By

Published : Jul 2, 2023, 6:18 AM IST

Updated : Jul 2, 2023, 8:49 AM IST

কলকাতা, 1 জুলাই: ব্যর্থতা অনেক ভুলকে প্রকট করে দেয়। সাফল্যের আলোতে যা হয়তো কোনও সময়ই সামনে আসত না । বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ব্যর্থতাকে এভাবেই দেখতে চান ঋদ্ধিমান সাহা । তাই কারও দিকে আঙুল তোলার পক্ষপাতী তিনি নন । টিম ম্যানেজমেন্টের ভাবনার সফল বাস্তবায়ন না-হওয়াতেই ব্যর্থতা বলে মনে করেন । যদি সাফল্য আসত তাহলে সমালোচনার বদলে প্রশংসা ঝড়ে পড়ত বলে মনে করেন ঋদ্ধি । কারণ সাফল্য অনেক ত্রুটি ঢেকে দেয়।

প্রসঙ্গত, ক্রিকেট বিশেষজ্ঞরা বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের আগে ঋদ্ধিমান সাহাকে ভারতীয় দলে ফেরানোর জন্য সওয়াল করেছিলেন । কিন্তু বাস্তবে তা হয়নি। ঋদ্ধির মনে এই নিয়ে কোনও আক্ষেপ নেই । অথচ আজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারারা ডাক পাচ্ছেন । বয়স এক্ষেত্রে নির্বাচকদের ভাবনায় রসদ জুগিয়েছে বলে মনে করেন ঋদ্ধিমান ।

পরিস্থিতির প্রেক্ষাপট বুঝতে পেরে বছর আটত্রিশের ঋদ্ধিমান সাহা রঞ্জি ট্রফি এবং আইপিএল খেললেও জাতীয় স্তরের অন্য কোনও টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । তাই দলীপ ট্রফিতে খেলার প্রস্তাব পেলেও নির্বাচকদের জানিয়েছেন তাঁকে যেন বিবেচনা না করা হয় । এই বিষয়ে ঋদ্ধি জানান, তিনি দলে থাকলে অভিষেক পোড়েলের মত জুনিয়ররা সুযোগ পাবেন না । সেই জন্য নতুন মরসুমে ত্রিপুরার ক্রিকেটের উন্নতি সাধনে আরও মন দিতে চান ।

আরও পড়ুন:কাউন্টিতে প্রত্যাবর্তন রাহানের, ক্যারিবিয়ান সফর শেষে লেস্টারশায়ারের হয়ে খেলবেন তিনি

একইভাবে আজিঙ্ক রাহানের ভারতীয় দলের প্রত্যাবর্তন নিয়ে মোটেই ব্যথিত নন ঋদ্ধিমান সাহা । আইপিএলের পর এখন কলকাতায় রয়েছেন তিনি । মাঝে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন । শহরে থাকার সুবাদে সময় পেলেই কালীঘাট ক্রিকেট কোচিং ক্যাম্পে এসে নতুন ক্রিকেটারদের গড়ে তোলার কাজে সময় দিচ্ছেন । তবে বাংলার জল হাওয়াতে ক্রিকেটার হিসেবে গড়ে উঠলেও ঋদ্ধিমান সাহার মনে এখন শুধুই ত্রিপুরার ক্রিকেট ৷ প্রতিবেশী রাজ্যের ক্রিকেট উন্নতি নিয়ে কাজ করার জন্য হয়তো সিএবির প্রতি একটু অভিমান হয়েছে । তবে তা নিয়ে অবশ্য ঋদ্ধিমান অবশ্য খুব একটা চিন্তান্বিত নন। বরং বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে নিজের মত করে ক্রিকেটের গতিপথ সাজাতে চাইছেন 'সুপারম্যান'।

Last Updated : Jul 2, 2023, 8:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details