কলকাতা, 19 ফেব্রুয়ারি : তাহলে কি ঋদ্ধিমান সাহার আন্তর্জাতিক কেরিয়ারে এখানেই যবনিকা টেনে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড ? রঞ্জির প্রথম ম্যাচে বরোদার বিরুদ্ধে জয়ের হাতছানি অভিমন্যু ঈশ্বরণদের ৷ সেই খবরকে ছাপিয়েও শনির বিকেলে বাংলার ক্রিকেটে চর্চার শীর্ষে শিলিগুড়ির পাপালি ৷ আশঙ্কাকে সত্যি করে শ্রীলঙ্কা সিরিজের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন দেশের সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা । তবে নির্বাচকেরা শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাঁর কথা না ভাবলেও এখনই অবসরের ভাবনা নেই তাঁর (Wriddhiman Saha says he has no plan of retirement now) ৷ জানালেন ঋদ্ধিমান নিজেই ৷
বঙ্গ উইকটরক্ষকের বাদ পড়া নিয়ে চর্চা সর্বত্র । হতাশ ঋদ্ধিমান স্বয়ং। লাল বলের ক্রিকেটে গ্লাভস হাতে 104 শিকার এবং ব্যাটে 3টি শতরানের মালিক ইটিভি ভারতকে কোনও রাখঢাক না করেই বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায় আমাকে বলেছিলেন জাতীয় দলে সুযোগের ব্যাপারে দুশ্চিন্তা না করতে ৷ তারপরেও এই ঘটনায় আমি হতাশ ৷" তবে নির্বাচকমণ্ডলী এবং কোচ রাহুল দ্রাবিড় তাঁকে নাকি এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আগেই ৷ জানান ঋদ্ধি ৷ টেস্ট স্কোয়াডে তাঁর নাম বিবেচনা না হওয়ার পিছনে ফিটনেস কোনও ইস্যু নয় ৷ আসলে তিনি ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই, সে কারণেই এমনটা হল ৷ বলছেন 2022 আইপিএলে গুজরাত লায়ন্সের নয়া সৈনিক ৷