কলকাতা, 22 ফেব্রুয়ারি : টুইটারে ঋদ্ধিমান সাহার পোস্ট করা স্ক্রিনশট ঘিরে গত কয়েকদিনে ঝড় বয়ে গিয়েছে দেশের ক্রিকেটমহলে ৷ তাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারকে সাংবাদিক হুমকির ঘটনায় চুপ করে বসে নেই ভারতীয় ক্রিকেট বোর্ডও ৷ ইতিমধ্যেই পুরো ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফে ৷ কিন্তু কোনওভাবেই তাঁকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম প্রকাশে ইচ্ছুক নন বঙ্গ ক্রিকেটার ৷ তিনি কারও ক্ষতি চান না, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানালেন ঋদ্ধি (Wriddhiman Saha says that he does not want to harm anyone) ৷
এদিন বিকেলে একাধিক টুইটে পুরো ঘটনায় তাঁর অবস্থান স্পষ্ট করেন জাতীয় দলের জার্সিতে 40টি টেস্ট খেলা ক্রিকেটার ৷ প্রথম টুইটে ঋদ্ধি লেখেন, "ঘটনাটি আমায় ভীষণভাবে আঘাত করেছিল, রেগেও গিয়েছিলাম ৷ ওইরকম আচরণকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী ছিলাম না ৷ আর কেউ যাতে এমন পরিস্থিতির শিকার না-হয় তাই আমি চ্যাটটি জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিই ৷"