পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Wriddhiman Saha : টেস্ট দলে আর প্রয়োজন নেই, জেনে রণজি থেকে সরে দাঁড়ালেন ঋদ্ধিমান

বাংলার রণজি দল থেকে নিজেকে সরিয়ে নিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha has Withdraw His Name from Bengal Ranji Trophy Campaign) ৷ জানিয়েছেন এ বছর তিনি ব্যক্তিগত কারণে রণজি ট্রফি খেলবেন না ৷ সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন পাপালি ৷

Wriddhiman Saha has Withdraw His Name from Bengal Ranji Trophy Campaign
Wriddhiman Saha has Withdraw His Name from Bengal Ranji Trophy Campaign

By

Published : Feb 9, 2022, 10:23 AM IST

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি : বাংলার হয়ে রণজি ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha has Withdraw His Name from Bengal Ranji Trophy Campaign) ৷ জানা গিয়েছে, রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় টিম ম্যানেজমেন্ট জাতীয় নির্বাচকদের জানিয়ে দিয়েছে যে, তারা 37 বছরের এই উইকেটকিপার ব্যাটারকে ভারতীয় টেস্ট দলে ভবিষ্যতের জন্য ভাবছে না ৷ ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট দলে ঋদ্ধিকে রাখার কোনও পরিকল্পনা নেই ৷ তারপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে রণজি ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন পাপালি ৷

বোর্ডের তরফেও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে মেনে নেওয়া হয়েছে ৷ ফলে শ্রীলঙ্কা সিরিজের দল নির্বাচনে জন্য নির্বাচক কমিটি বৈঠকে বসার আগেই, ঋদ্ধি তাঁদের পরিকল্পনার বাইরে চলে গিয়েছেন (Team Managment Not Thinking Wriddhiman Saha for Future of Indian Cricket) ৷ এই মুহূর্তে ঋষভ পন্থকে ভারতীয় দলের 1নং উইকেটকিপার হিসেবে খেলছেন ৷ আর গতবছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত উইকেট কিপিং করেছিলেন কে এস ভারত ৷ ফলে তাঁকে এ বার তুলে আনতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷

সংবাদ সংস্থা পিটিআই-কে বোর্ডের একটি সূত্রের তরফে জানানো হয়েছে, ‘‘টিম ম্যানেজমেন্টের এক প্রভাবশালী ব্যক্তি ঋদ্ধিমানকে জানিয়েছেন, তারা এ বার সামনে দিকে দেখতে চাইছেন (Wriddhiman Saha is Not Part of Future of Indian Cricket) ৷ তাই ঋষভ পন্থের সঙ্গে নতুন ব্যাক আপ তৈরি করা হবে ৷’’

আরও পড়ুন : IND vs WI 2nd ODI Preview : কার জায়গায় প্রথম একাদশে রাহুল ? দ্বিতীয় একদিনের আগে বড় চিন্তা ভারতের

ওই সূত্র আরও জানিয়েছে, ‘‘টিম ম্যানেজমেন্টের ওই সদস্য ঋদ্ধিকে জানিয়েছেন, তাঁকে শ্রীলঙ্কা টেস্টের জন্য দলে নেওয়া হবে না ৷ কোনা ভারতকে সিনিয়র দলে নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়ার সময় এসেছে ৷ হয়তো সেই কারণেই ঋদ্ধিমান সাহা বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি এ বছর রণজি ট্রফি খেলবেন না ৷’’

ঋদ্ধি নিজের নাম রণজি ট্রফি দল থেকে তুলে নেওয়ায় বাংলার 22 জনের দলে উইকেটকিপার হিসেবে দুই নতুন মুখকে আনা হয়েছে ৷ অভিষেক পোড়েল এবং শাকির হাবিব গান্ধি নামে দুই তরুণকে সুযোগ দিয়েছে বাংলার দলের নির্বাচকরা ৷

ABOUT THE AUTHOR

...view details