কলকাতা, 2 জুন: শেষদিনেও সিএবি আধিকারিকদের তরফে বারংবার অনুরোধ এসেছিল থেকে যাওয়ার জন্য ৷ কিন্তু সিদ্ধান্তে অটল ঋদ্ধিমান সাহা ৷ শনিবার দুপুরে সিএবি-তে এসে নো-অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করলেন 'পাপালি' ৷ ফলত বাংলার সঙ্গে দীর্ঘ মধুচন্দ্রিমা শেষ হল উইকেটরক্ষক ব্যাটারের ৷ ভিনরাজ্যের হয়ে খেলতে আর কোনও বাধা রইল না ঋদ্ধির (Wriddhiman Saha got NOC from CAB to play for another state) ৷
শনিবার দুপুর 1টায় ঋদ্ধি যখন আসেন, সেসময় সিএবি-তে উপস্থিত ছিলেন সভাপতি অভিষেক ডালমিয়া এবং যুগ্ম-সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। দুজনেই শেষ মুহূর্তে উইকেটরক্ষককে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেন। কিন্তু তাতেও বরফ গলেনি। আগামিদিনের জন্য ঋদ্ধিকে শুভেচ্ছা জানায় সিএবি। এক বিবৃতিতে সিএবি এক বিবৃতিতে সে কথা জানায় ৷ চলতি মরশুমে রঞ্জির গ্রুপ পর্বে বাংলার হয়ে না-খেলায় ঋদ্ধির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে। তাতেই সিএবি-র প্রতি মনোক্ষুণ্ণ হয় সিএবি ৷ পরবর্তী পদক্ষেপ হিসেবে ভিনরাজ্যের হয়ে মাঠে নামার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বাংলার বহুযুদ্ধের সৈনিক ৷ সেইমতো শনিবার ইডেনে গিয়ে এনওসি নিয়ে আসেন ঋদ্ধিমান।