কলকাতা, 17 মে : ঋদ্ধিমান সাহা কি বাংলা ছাড়ছেন ? মঙ্গলবার বিকেল থেকে ময়দানে ক্রমশ জোরালভাবে ঘুরছে । সিএবিতে কান পাতলেই শোনা যাচ্ছে ঋদ্ধিমান সাহা মৌখিকভাবে নো-অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন । যদিও এই বিষয়ে রাত পর্যন্ত সিএবির তরফে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি । সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘‘একজন খেলোয়াড় এবং সংস্থার মধ্যে হওয়া যে কোনও আলোচনা বাইরে না আসাই বাঞ্ছনীয় ৷ আমি এই মুহূর্তে এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না (Wriddhiman Saha asks for No Objection Certificate from CAB) ৷’’
ফোন বেজে গিয়েছে ঋদ্ধিমানেরও । চলতি মরসুমে বাংলা দলে পাপালির (ঋদ্ধির ডাকনাম) নির্বাচন ঘিরে বিতর্ক ঘুরেফিরে এসেছে । ভারতীয় দলের ভবিষ্যত দলের পরিকল্পনায় নাম নেই জানতে পেরেই ঋদ্ধিমান রঞ্জি খেলার আগ্রহ হারিয়েছেন । অন্তত তাঁর পদক্ষেপ দেখার পরে এটাই মনে হয়েছে বিশেষজ্ঞদের ।
মরশুমের শুরুতেই ঋদ্ধিমান জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে এই মরসুমে রাজ্য দলের প্রতিনিধিত্ব করতে রাজি নন । তাঁর এই বক্তব্য সামনে আসার পরেই জলঘোলা শুরু হয়েছিল । সোমবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের জন্য দল নির্বাচন করতে বসেছিল সিএবি । সেখানেও মহম্মদ শামি এবং ঋদ্ধিমান সাহাকে রেখেই দল গড়া হয় । মহম্মদ শামির খেলার বিষয়টি বিসিসিআই-এর অনুমতির ওপর নির্ভর করছে ।
আরও পড়ুন : ঋদ্ধি-কাণ্ডে দু'বছর নিষিদ্ধ সাংবাদিক বোরিয়া মজুমদার, নির্দেশ জারি বোর্ডের
ঋদ্ধিমানের সঙ্গে কথা না বলেই তাকে দলে রেখেছিল সিএবি । তারপরেই পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঋদ্ধি-বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে । মঙ্গলবার সিএবি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলে এনওসি চেয়েছেন ঋদ্ধিমান । মৌখিকভাবে এনওসি চাওয়ার পরেই প্রশ্ন উঠেছে, বঙ্গের উইকেটরক্ষক কি অন্য রাজ্যের হয়ে পরের মরশুম খেলবেন । কিন্তু ঋদ্ধির ঘনিষ্ট মহল বলছে অন্যকথা ৷ তাঁরা সাফ জানাচ্ছেন, বিতর্কে আর থাকতেই চাইছেন না ঋদ্ধি । ভারতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ কার্যত না থাকায় ঋদ্ধিমান শুধুমাত্র আইপিএলেই মনঃসংযোগ করতে চান । 38 বছর বয়সি উইকেটরক্ষক ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করে চলেছেন । ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটেই আরও মন দিয়ে আদতে হয়তো অবসরের পাতাই লিখতে শুরু করলেন দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক ।