পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Richa on WPL: ভারতীয় মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ডব্লিউপিএল, মত রিচার

দু’টি বিশ্বকাপ ও উইমেন্স প্রিমিয়র লিগ খেলে আজ শিলিগুড়িতে ফিরেছেন রিচা ঘোষ ৷ সেখানেই ভারতীয় মহিলা ক্রিকেট এবং ডব্লিউপিএল নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন তিনি (Richa on WPL) ৷

Richa on WPL ETV BHARAT
Richa on WPL ETV BHARAT

By

Published : Mar 22, 2023, 4:12 PM IST

দীর্ঘ ক্রিকেট সফর শেষে প্রায় 3 মাস পর বাড়ি ফিরলেন রিচা

শিলিগুড়ি, 22 মার্চ: উইমেন্স প্রিমিয়র লিগ থেকে আগামী দিনে ভারতীয় মহিলা ক্রিকেট দলে ভালো খেলোয়াড় উঠে আসবে ৷ এমনটাই মনে করেন ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষ (WPL will Takes Indian Women's Cricket Forward) ৷ তবে, টি-20 বিশ্বকাপের ফাইনালে না-উঠতে পারার আক্ষেপ রয়েছে তাঁর মধ্যে ৷ উইমেন্স প্রিমিয়র লিগে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি ৷ গতকাল লিগের শেষ ম্যাচ খেলে আজ সকালেই শিলিগুড়ি ফিরেছেন রিচা (Richa Ghosh) ৷ সেখানেই সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি ৷

অনুর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপ খেলতে গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন রিচা ৷ টুর্নামেন্ট জেতার পর 2 দিনের জন্য দেশে ফিরেছিলেন ৷ তারপর আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ খেলতে আবারও দক্ষিণ আফ্রিকা পাড়ি দেন ৷ সেখান থেকে মুম্বইয়ে উইমেন্স প্রিমিয়র লিগের শিবিরে যোগদান ৷ প্রায় 3 মাস পর অবশেষে শিলিগুড়িতে ফিরেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের এক নম্বর উইকেট-কিপার ৷ এদিন রিচাকে স্বাগত জানাতে বাগডোগরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ৷

রিচাকে হুড খোলা জিপে করে বাড়িতে নিয়ে যাওয়া হয় ৷ মাঝে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে রিচাকে সম্বর্ধনা দেওয়া হয় ৷ সেখানেই রিচা সাংবাদিকদের সঙ্গে এই দীর্ঘ ক্রিকেট সফর নিয়ে কথা বলেন ৷ তিনি জানান, উইমেন্স প্রিমিয়র লিগ ভারতীয় মহিলা ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে ৷ তবে, ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে টি-20 লিগের তুলনা চলে না বলে জানিয়েছেন রিচা ৷ সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘‘ঘরোয়া ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে অনেক পার্থক্য থাকে ৷ তা কৌশলগত হোক বা ফিটনেস ৷ উইমেন্স প্রিমিয়র লিগ সেই ফারাকটা অনেকটাই কমিয়ে দেবে ৷ যা ভারতীয় মহিলা ক্রিকেটকে আরও এগিয়ে যেতে সাহায্য় করবে ৷’’

আরও পড়ুন:'পাক বধে'র পর রিচাকে মাটিতে পা-রাখার পরামর্শ বাবার

অনেকদিন পর বাড়ি ফিরেছেন রিচা ৷ নিজের শহরে ফিরতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান তিনি ৷ তাঁকে স্বাগত জানাতে স্থানীয়রা ভিড় করেছিলেন ৷ অন্যদিকে, মেয়ে অনেকদিন পর বাড়ি ফেরায় তাঁর জন্য বিশেষ খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ রিচার মা স্বপ্না ঘোষ জানিয়েছেন, মেয়ের জন্য তিনি ডাল, ভাত, আলুভাজা, ফ্রাইড রাইস, চিলি চিকেন রান্না করেছেন ৷ সঙ্গে থাকছে চাটনি ও মিষ্টি ৷ আপাতত আর কোনও পরিকল্পনা নেই রিচার ৷ এখন আপাতত বিশ্রাম নেবেন ৷

পাশাপাশি, বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় মহিলা দলের ছিটকে যাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন রিচা ঘোষ ৷ তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কাছে ওই হার থেকে নিজেদের আরও উন্নতি করার কথা বলেছেন রিচা ৷ পাশাপাশি, নিজেকে লোয়ার অর্ডারে একজন ভালো ফিনিশার হিসেবে তৈরি করছেন বলেও জানান রিচা ৷

ABOUT THE AUTHOR

...view details