কুইন্সল্যান্ড, 9 অক্টোবর : বৃষ্টিতে ধুয়ে গিয়েছে সিরিজের প্রথম টি-20 ম্যাচ ৷ দ্বিতীয় ম্যাচে হার ভারতের ৷ ফলে অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-20 সিরিজের 0-1 পিছিয়ে ভারতীয় মহিলা দল ৷ হারের পর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন ক্যাপ্টেন হরমনপ্রীত কউর ৷
ম্যাচ হেরের ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, "আমরা 20 রান কম করেছিলাম ৷ কিন্তু উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না ৷ সহজে আমরা রান তুলতে পারিনি ৷ আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি ৷ কিন্তু আমাদের আরও দায়িত্ববান হতে হবে ৷" তবে পূজার লড়াইয়ের প্রশংসা করেন 'উইমেন ইন ব্লু' ক্যাপ্টেন ৷
এর আগে এক মাত্র গোলাপি বল টেস্টে জেতার মত পরিস্থিতি ছিল ভারতীয় দলের ৷ তবে শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয় ৷ তারপর প্রথম টি-20 ম্যাচে বৃষ্টিতে বাতিল হয়ে যায়৷ শনিবার কারারা ওভালে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে 9 উইকেটে মাত্র 118 রান করে ৷ ভারতের মাত্র তিন ব্যাটার দু'অঙ্কের রানে পৌঁছতে সক্ষম হন ৷ সর্বোচ্চ অপরাজিত 37 রান করেন পূজা বস্ত্রাকর ৷ 26 বলের ইনিংসে 2টি ছয় ও তিনটি বাউন্ডারি মারেন তিনি ৷ তাঁর ব্যাটিংয়ে ভর করে একশো রানের গণ্ডি টপকায় ভারত ৷