হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর:আগামী 5 অক্টোবর ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে ভারতে ৷ রোহিত শর্মাদের প্রথম ম্যাচ আগামী 8 অক্টোবর ৷ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে ভারতের বিশ্বকাপ জয়ী দলের এক প্রাক্তনের কাছ থেকে প্রশংসা পেল ভারতীয় ক্রিকেট দল ৷ 2011-র বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক যুবরাজ সিংয়ের মতে ক্যাপ্টেন রোহিতের দলের ভারসাম্য বেশ ভালো ৷ তার পরও তিনি মনে করেন যুজবেন্দ্র চাহাল থাকলে আরও ভালো হত ৷
শুক্রবার সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, "আমাদের দলের ভারসাম্য ভালো । আমার মনে হয়েছে যুজবেন্দ্র চাহালের সেখানে থাকা উচিত ছিল ৷ কারণ, আমরা ভারতে খেলছি এবং প্রায়শই স্পিন থাকে (এখানকার পিচে) । তাছাড়াও আমি মনে করি এটি একটি ভালো ভারসাম্যের দল ।"
2011 সালে ভারতে শেষবার বিশ্বকাপ হয়েছিল ৷ সেই বিশ্বকাপে জয়ী হয় ধোনির ভারত ৷ সেই দলের সদস্য যুবরাজ 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন ৷ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া সেই প্রতিযোগিতায় ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে পরপর 6 বলে 6টা ছয় মেরেছিলেন তিনি ৷ যা ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে ৷