পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বসেরার লড়াইয়ে কোন 5 ক্রিকেটারের দিকে তাকিয়ে নিউজিল্যান্ড? রইল বিস্তারিত বিশ্লেষণ - গতবারের চ্যাম্পিয়ন

ক্রিকেট বিশ্বযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তার আগে জেনে নেওয়া যাক নিউজিল্যান্ডের সেরা 5 ক্রিকেটার সম্পর্কে।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 11:35 AM IST

Updated : Oct 2, 2023, 12:01 PM IST

হায়দরাবাদ, 2 অক্টোবর:জনসংখ্যা 51 লাখের সামান্য বেশি। মানে কলকাতা-দিল্লি-মুম্বই বা হায়দরাবাদের মতো বড় শহরের জনসংখ্যার অর্ধেকেরও কম। তবু বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ড এক ভয়ের নাম। শৃঙ্খলার নামও বটে। সেরার সেরা হয়ে ওঠা হয়নি তবে আইসিসির যে কোনও প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের উপর বাজি ধরাই যায়।

গতবার একটুর জন্য বিশ্বকাপ জেতা হয়নি। রানার্স হিসেবেই শেষ করতে হয়েছে প্রতিযোগিতা। এবার বদলা নেওয়ার সুযোগ। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 5 অক্টোবর খেলতে নামছে নিউজিল্যান্ড । প্রতিপক্ষ ইংল্যান্ড। তার আগে নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটারদের বিষয়ে জেনে নেওয়া যাক বিশদে।

কেন উইলিয়ামসন

দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের উপর অনেকটাই নির্ভর করবে নিউজিল্যান্ড। একটা দিক ধরে কীভাবে বড় ইনিংস গড়ে তুলতে হয় তা উইলিয়ামসনের থেকে ভালো খুব কম ব্যাটারই জানেন। প্রথম দিকে কয়েকটি উইকেট পড়ে গেলে তাঁর দিকেই তাকিয়ে থাকে নিউজিল্যান্ড।

চোট তাঁর বড় সমস্যা। আইপিএল থেকে সরেও যেতে হয়েছিল ঠিক এই কারণে। তবে এবার চোট সারিয়ে ফিরেছেন তিনি। পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে 50 বলে 54 রানের ঝকঝকে ইনিংসও খেলেছেন। তাতে 8টি চারও রয়েছে। পঞ্চাশ ওভারের খেলায় এ পর্যন্ত 13টি শতরান-সহ মোট 6555 রান করেছেন। 50 বা তার বেশি রান করেছেন 42 বার। তাঁর গড় 47.85 । একদিনের ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট 80.99 ।

ইশ সোধি

নিউজিল্যান্ডের অন্যতম বড় ভরসা ইশ সোধি। দলের বোলিং বিভাগকে একপ্রকার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তাঁর স্পিন বিপক্ষ দলকে সমস্যায় ফেলবে বলেই আশা দলের। গুগলি থেকে শুরু করে ফ্লাইটেড ডেলিভারি তাঁর অস্ত্র। এছাড়া ফ্লিপার থেকে লেগব্রেকেও ব্যাটারদের কাবু করতে সিদ্ধহস্ত সোধি। একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত 49টি ম্যাচে 61টি উইকেট পেয়েছেন তিনি । 39 রান দিয়ে 6 উইকেটও পেয়েছেন একবার। তাঁর ইকনমি 5.46।

আরও পড়ুন:পাঁচ কনিষ্ঠ ক্রিকেটার, যাঁরা পার্থক্য গড়ে দিতে পারেন আসন্ন বিশ্বকাপে

ট্রেন্ট বোল্ট

কিউয়ি বোলিংয়ের আরও এক ভরসার নাম ট্রেন্ট বোল্ট। ইনিংসের শুরুতেই একাধিক উইকেট তুলে নিয়ে বিপক্ষ দলের উপরে চাপ বাড়াতে বোল্টের জুড়ি মেলা ভার। আবার ইনিংসের শেষের দিকে ইর্য়কার দিয়ে রান চাপার ক্ষেত্রেও তাঁর মুন্সিয়ানা সর্বজনবিদিত। আরও একটি কথা বলে রাখা দরকার। 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের পরাজয়ে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন বোল্ট। এখনও পর্যন্ত 104টি ম্যাচে 197টি উইকেট পেয়েছেন তিনি। আর 3টি উইকেট পেলেই 200 উইকেটের মালিক হবেন তিনি । তাঁর ইকনমি 4.94।

মিচেল স্যান্টনার

কিউয়ি স্পিন বোলিংয়ের আরও এক স্তম্ভ মিচেল স্যান্টনার। একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। শুধু বল নয়, তাঁর ব্যাটও নিউজিল্যান্ডকে ভরসা দেয়। তাছাড়া আইপিএলে দীর্ঘদিন ধরে খেলছেন স্যান্টনার। ভারতের বিভিন্ন স্টেডিয়ামের পিচের চরিত্র তিনি জানেন। তিনি ঠিক কতখানি নির্ভরতা দিতে পারেন সেটাই এখন দেখার। 94 ম্যাচে 91টি উইকেট পেয়েছেন স্যান্টনার। 3টি অর্ধশতরান-সহ 1252 রানও করেছেন তিনি।

ডেভন কনওয়ে

বাঁ হাতি এই কিপার-ব্যাটার নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের অন্যতম বড় নাম। ওপেনার হিসেবে বিস্ফোরক ইনিংস উপহার দেন অনায়াসে। স্পিনের বিরুদ্ধে তাঁর সহজাত ব্যাটিং দক্ষতা ভারতীয় পিচে বড় ভূমিকা নেবে। তাছাড়া চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলার সুবাদে ভারতীয় পিচের চরিত্রও জানেন ভালো করে। এখনও পর্যন্ত 22টি একদিনের ম্যাচে 874 রান করেছেন তিনি। শতরান করেছেন 4টি। অর্ধশতরানের সংখ্যা 3। তাঁর গড় 46। স্ট্রাইক রেট 85.51 ।

আরও পড়ুন:ইংল্যান্ড কি বিশ্বসেরার খেতাব ধরে রাখতে পারবে ?

Last Updated : Oct 2, 2023, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details