হায়দরাবাদ, 2 অক্টোবর:জনসংখ্যা 51 লাখের সামান্য বেশি। মানে কলকাতা-দিল্লি-মুম্বই বা হায়দরাবাদের মতো বড় শহরের জনসংখ্যার অর্ধেকেরও কম। তবু বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ড এক ভয়ের নাম। শৃঙ্খলার নামও বটে। সেরার সেরা হয়ে ওঠা হয়নি তবে আইসিসির যে কোনও প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের উপর বাজি ধরাই যায়।
গতবার একটুর জন্য বিশ্বকাপ জেতা হয়নি। রানার্স হিসেবেই শেষ করতে হয়েছে প্রতিযোগিতা। এবার বদলা নেওয়ার সুযোগ। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 5 অক্টোবর খেলতে নামছে নিউজিল্যান্ড । প্রতিপক্ষ ইংল্যান্ড। তার আগে নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটারদের বিষয়ে জেনে নেওয়া যাক বিশদে।
কেন উইলিয়ামসন
দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের উপর অনেকটাই নির্ভর করবে নিউজিল্যান্ড। একটা দিক ধরে কীভাবে বড় ইনিংস গড়ে তুলতে হয় তা উইলিয়ামসনের থেকে ভালো খুব কম ব্যাটারই জানেন। প্রথম দিকে কয়েকটি উইকেট পড়ে গেলে তাঁর দিকেই তাকিয়ে থাকে নিউজিল্যান্ড।
চোট তাঁর বড় সমস্যা। আইপিএল থেকে সরেও যেতে হয়েছিল ঠিক এই কারণে। তবে এবার চোট সারিয়ে ফিরেছেন তিনি। পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচে 50 বলে 54 রানের ঝকঝকে ইনিংসও খেলেছেন। তাতে 8টি চারও রয়েছে। পঞ্চাশ ওভারের খেলায় এ পর্যন্ত 13টি শতরান-সহ মোট 6555 রান করেছেন। 50 বা তার বেশি রান করেছেন 42 বার। তাঁর গড় 47.85 । একদিনের ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট 80.99 ।
ইশ সোধি
নিউজিল্যান্ডের অন্যতম বড় ভরসা ইশ সোধি। দলের বোলিং বিভাগকে একপ্রকার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তাঁর স্পিন বিপক্ষ দলকে সমস্যায় ফেলবে বলেই আশা দলের। গুগলি থেকে শুরু করে ফ্লাইটেড ডেলিভারি তাঁর অস্ত্র। এছাড়া ফ্লিপার থেকে লেগব্রেকেও ব্যাটারদের কাবু করতে সিদ্ধহস্ত সোধি। একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত 49টি ম্যাচে 61টি উইকেট পেয়েছেন তিনি । 39 রান দিয়ে 6 উইকেটও পেয়েছেন একবার। তাঁর ইকনমি 5.46।