পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asia Cup নজরে বিশ্বকাপ, এশিয়া কাপ জিতেই প্রস্তুতি সারতে মরিয়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ - Sub continental giants resume rivalry in Asia Cup

রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ৷ ভারত-পাক ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ক্রমশ পারদ চড়ছে ৷ যদিও ক্রিকেটপ্রেমিরা বলছেন, এশিয়া কাপের যেকোনও দল নিজেদের দিনে অপ্রতিরোধ্য (Sub continental giants resume rivalry in Asia Cup) ৷

Etv Bharat
Asia Cup

By

Published : Aug 26, 2022, 5:26 PM IST

দুবাই, 26 অগস্ট: মাত্র 24 ঘণ্টার অপেক্ষা ৷ তারপরেই 15তম এশিয়া কাপের ঢাকে কাঠি পড়বে (Asia Cup 2022) ৷ যদিও ক্রিকেটপ্রেমিরা বলছেন, টুর্নামেন্ট শুরু হচ্ছে পরদিন ৷ রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ৷ ভারত-পাক ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ক্রমশ পারদ চড়ছে ৷ ফলে শ্রীলঙ্কা-আফগানিস্তানের আপাত নিরীহ উদ্বোধনী ম্যাচে মন নেই (Sub continental giants resume rivalry in Asia Cup)

গত কয়েক বছরে ক্রিকেট কক্ষপথে উল্কাগতিতে প্রবেশ করেছে টি-20 ৷ ফলে এবারের এশিয়া কাপের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে ৷ একই সঙ্গে কুড়ি-বিশের ফরম্যাট কার্যত 'আনপ্রেডিক্টেবল' ৷ ফলে জনপ্রিয়তা এবং গুরুত্ব, উত্তরোত্তর দুইই বাড়ছে ৷ স্বয়ং ওয়াসিম আক্রমও বলে দিয়েছেন, এশিয়া কাপের যেকোনও দল নিজেদের দিনে অপ্রতিরোধ্য ৷

ছ'বছর পর ফের টি-20 ফরম্যাটে ফিরছে এশিয়া কাপ ৷ কয়েকমাস পরেই রয়েছে টি-20 বিশ্বকাপ ৷ ফলে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছে এশিয়ার ক্রিকেট জায়ান্টসরা ৷ নজরে থাকবে যে দলগুলি -

  • ভারত: গত দু'বারের চ্যাম্পিয়ন ভারতের আশা, ব্যাডপ্যাচ কাটিয়ে ফর্মে ফিরবে কিং কোহলি ৷ একই সঙ্গে নজর থাকবে রোহিত শর্মা, কেএল রাহুলের উপরও ৷ বুমরাহীন পেস অ্যাটাক কীভাবে পারফর্ম করে তাও দেখার ৷
  • পাকিস্তান: 10 বছর আগে শেষবার এশিয়া সেরা হয়েছিল পাকিস্তান ৷ যদিও সেবার ফরম্যাট ছিল 50 ওভারের ৷ ফলে এবার সেরার তাজ মাথায় পরতে মরিয়া থাকবে বাবর-বাহিনীও ৷ যদিও শুরুতেই ধাক্কা খেয়েছে তারা, চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছে শাহিন আফ্রিদি ৷
  • বাংলাদেশ: বিশ্বকাপের পর থেকে সংক্ষিপ্ততম ফরম্যাটে ভালো লড়াই দিচ্ছেন টাইগাররা ৷ সাকিব আল হাসানের নেতৃত্বে টুর্নামেন্ট জেতাই লক্ষ্য গ্রিন আর্মির । এশিয়া কাপের আগে দলের দায়িত্বে আনা হয়েছে শ্রীধরন শ্রীরামকে ।

আরও পড়ুন : করোনাক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে রোহিতদের হেডস্যর লক্ষ্মণ

  • শ্রীলঙ্কা:নতুন কোচ ক্রিস সিলভারউডের অধীনে শ্রীলঙ্কা অনেক বেশি আত্মবিশ্বাসী । স্কোয়াডে সেভাবে বড় নাম না থাকলেও প্রায় প্রত্যেকেই একা হাতে দলকে জেতাতে পারেন ৷
  • আফগানিস্তান:অভিজ্ঞ মহম্মদ নবীর নেতৃত্বে গত বছর টি-20 বিশ্বকাপের লক্ষ্য এবার পূরণ করতে মরিয়া থাকবে দল । যথারীতি বল হাতে তাদের তুরুপের তাস রশিদ খান ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details