পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin Turns 49 : জীবনের বাইশ গজে 49 নট-আউট, জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন 'লিটল মাস্টার' - Wishes poured on Sachin Tendulkar as the legend turns 49 today

প্রাক্তন সতীর্থ, সমসাময়িক তারকা, আইপিএল ফ্র্যাঞ্চাইজি, অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের পাঠানো শুভেচ্ছা সচিন গ্রহণ করলেন জৈব বলয়ে থেকেই (Wishes poured on Sachin Tendulkar as the legend turns 49 today) ৷

Sachin Tendulkar Birthday
জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন 'লিটল মাস্টার'

By

Published : Apr 24, 2022, 4:43 PM IST

মুম্বই, 24 এপ্রিল : 664 ম্যাচ, 34 হাজার 357 রান, 100টি শতরান ৷ এহেন রাজকীয় আন্তর্জাতিক কেরিয়ারের পর তাঁকে গ্রহের সেরা ব্যাটার বললে মোটেই অত্যুক্তি হয় না ৷ গ্রহের সেই সেরা ব্যাটার সচিন রমেশ তেন্ডুলকর জীবনের বাইশ গজে এবার অর্ধশতরানের দোরগোড়ায় ৷ রবিবার 49 পূর্ণ করে পঞ্চাশে পা দিলেন আসমুদ্র-হিমাচলের বল্গাহীন আবেগের আরেক নাম ৷ মুম্বই ইন্ডিয়ান্সের সাম্মানিক মেন্টর পদে আসীন 'লিটল মাস্টার' নিয়মের যাঁতাকলে এখন দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ৷ তাতে কী ? প্রাক্তন সতীর্থ, সমসাময়িক তারকা, আইপিএল ফ্র্যাঞ্চাইজি, অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের পাঠানো শুভেচ্ছা সচিন গ্রহণ করলেন জৈব বলয়ে থেকেই (Wishes poured on Sachin Tendulkar as the legend turns 49 today) ৷

সচিনকে 'জীবন্ত কিংবদন্তি' আখ্যা দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া সেদেশে তাঁর একমাত্র ওডিআই শতরানের ভিডিও এদিন শেয়ার করে ৷ 2008 ভিবি সিরিজের ফাইনালে যেটি এসেছিল সচিনের ব্যাট থেকে ৷

অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা মাস্টার ব্লাস্টারকে শুভেচ্ছাবার্তায় লিখলেন, "তর্কাতীত ভাবে দেশের সবচেয়ে প্রিয় ক্রীড়া ব্যক্তিত্বকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ আর কোনও অ্যাথলিট একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের উপর এত ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে হয় না ৷"

2011 বিশ্বজয়ের অন্যতম নায়ক গৌতম গম্ভীর লিখলেন, "একজন সত্যিকারের কিংবদন্তি ৷ আর মানুষ হিসেবে তো তুলনাহীন ৷ সচিন রমেশ তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা ৷" আইসিসি আবার বোলার হিসেবে উইকেট নিতে পটু সচিনের প্রায় চার মিনিটের একটি ভিডিও প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ৷

আরও পড়ুন : জন্মদিনে 'ক্রিকেট ঈশ্বর', ফিরে দেখা সচিনের ক্রিকেট যাত্রা

দীনেশ কার্তিক লিখেছেন, "প্রথমে আসেন মহানরা ৷ তারপর কিংবদন্তিরা ৷ এরপর আসেন সচিন রমেশ তেন্ডুলকর ৷ তোমাকে জন্মদিনের শুভেচ্ছা ৷" এছাড়াও লিটল মাস্টারকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সুরেশ রায়না, ভিভিএস লক্ষ্মণ, ইশান্ত শর্মা-সহ অন্যান্যারা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details