মুম্বই, 24 এপ্রিল : 664 ম্যাচ, 34 হাজার 357 রান, 100টি শতরান ৷ এহেন রাজকীয় আন্তর্জাতিক কেরিয়ারের পর তাঁকে গ্রহের সেরা ব্যাটার বললে মোটেই অত্যুক্তি হয় না ৷ গ্রহের সেই সেরা ব্যাটার সচিন রমেশ তেন্ডুলকর জীবনের বাইশ গজে এবার অর্ধশতরানের দোরগোড়ায় ৷ রবিবার 49 পূর্ণ করে পঞ্চাশে পা দিলেন আসমুদ্র-হিমাচলের বল্গাহীন আবেগের আরেক নাম ৷ মুম্বই ইন্ডিয়ান্সের সাম্মানিক মেন্টর পদে আসীন 'লিটল মাস্টার' নিয়মের যাঁতাকলে এখন দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ৷ তাতে কী ? প্রাক্তন সতীর্থ, সমসাময়িক তারকা, আইপিএল ফ্র্যাঞ্চাইজি, অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের পাঠানো শুভেচ্ছা সচিন গ্রহণ করলেন জৈব বলয়ে থেকেই (Wishes poured on Sachin Tendulkar as the legend turns 49 today) ৷
সচিনকে 'জীবন্ত কিংবদন্তি' আখ্যা দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া সেদেশে তাঁর একমাত্র ওডিআই শতরানের ভিডিও এদিন শেয়ার করে ৷ 2008 ভিবি সিরিজের ফাইনালে যেটি এসেছিল সচিনের ব্যাট থেকে ৷
অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা মাস্টার ব্লাস্টারকে শুভেচ্ছাবার্তায় লিখলেন, "তর্কাতীত ভাবে দেশের সবচেয়ে প্রিয় ক্রীড়া ব্যক্তিত্বকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ আর কোনও অ্যাথলিট একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের উপর এত ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে হয় না ৷"