রাঁচি, 7 জুলাই: এদিন 41 বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি । ক্যাপটেন কুল নিজে বিদেশে (পড়ুন ইংল্যান্ড) থাকলেও দেশে ঘড়ির কাঁটা 12টা বাজার পর থেকেই সেলিব্রেশন শুরু করে দিয়েছেন মাহির অনুগামীরা ৷ কোথাও ধোনির ছবি দেওয়া প্রমাণ সাইজ কেক এসেছে ৷ সোশাল মিডিয়া ধোনির ছবি, ভিডিয়োতে উপচে পড়ছে ৷ প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে ভোলেননি সেহওয়াগ, কাইফরা । শুভেচ্ছা বার্তা এসেছে আইসিসি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে (MS Dhoni Turns 41) ৷
18 বছর বয়সে বিহারের হয়ে রণজিতে ডেবিউ । পেশাদারি ক্রিকেটে প্রথমবার । 68 রানে নট আউট ছিলেন সেই ম্যাচে । 2002-03 মরশুম । প্রথমে রণজি, তারপর দেওধর ট্রফি । পাঁচটি অর্ধ শতরান । লোয়ার অর্ডারে তাঁর দূরপাল্লার শট নজর কেড়েছিল সকলের । ঘরোয়া ক্রিকেটে একের পর এক ভালো পারফর্ম্যান্সে ডাক পেলেন ইন্ডিয়া-এ দলে । মাত্র 6 ইনিংসে 362 রান । গড় 72.40 । এর মধ্যে পাকিস্তান-এ দলের বিরুদ্ধে ছিল দু'টি সেঞ্চুরি ।