পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রোটিয়া সফরে কি নয়া কোচ? ভারতীয় ক্রিকেটে 'দ্রাবিড় সভত্যা'র অবসান ঘিরে তুঙ্গে জল্পনা

Will Dravid Continue Coaching India: ভারতের আগামী দক্ষিণ আফ্রিকা সফরে কি দখা যাবে নতুন কোচ? বিশ্বকাপেই ফুরিয়েছে রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ ৷ সেই মেয়াদ কি বাড়বে? সবচেয়ে বড় প্রশ্ন সেটাই ৷

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 7:51 PM IST

Dravid Continue As The Coach of Indian Team
ভারতীয় ড্রেসিং রুমে দ্রাবিড় সভত্যার অবসান

হায়দরাবাদ, 20 নভেম্বর: বিশ্বকাপ ফাইনালে হারের সঙ্গেই অনেক প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে । বিশেষ করে ভারতীয় দলের কোচের চেয়ারে থাকা রাহুল দ্রাবিড়ের ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছে অনেকগুলি প্রশ্ন । ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে দ্রাবিড়ের চুক্তি দু'বছরের । চলতি বিশ্বকাপ পর্যন্তই চুক্তির মেয়াদ ছিল । বিশ্বকাপ শেষ । এবার কি ভারতীয় শিবিরে দ্রাবিড় সভ্যতার অবসান? নাকি দক্ষিণ আফ্রিকা সফরেও কোচ হিসাবে দেখা যাবে 'দ্য ওয়াল'কে ৷ বোর্ডের সূত্র বলছে, এখনও পর্যন্ত দ্রাবিড়ের কাছে চুক্তি বৃদ্ধি নিয়ে কোনও প্রস্তাব যায়নি ।

ফাইনালে হারের পরে চুক্তি নিয়ে কথা বলার পরিস্থিতি ছিল না । আসলে দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেও কাপ তোলা সম্ভব হবে না তা ক্রিকেটার-কোচ কিংবা দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিশ্বাস করতে পারছেন না । বোর্ড কর্তারাও হতবাক । ফলে ফের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা সিরিজগুলো কীভাবে পরিচালিত হবে তা কেউ চিন্তা করার জায়গাতেই নেই । বোর্ডের এক কর্তা বলছেন, "সবে তো শেষ হল বিশ্বকাপ । ফাইনালে জিততে না-পারার ধাক্কা হজম হতে হবে তো । এখন এই নিয়ে বলার জায়গায় কেউ নেই ।" এদিকে ২৩নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত । সেখানে কোচের চেয়ারে দেখা যাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ ভিভিএস লক্ষ্মণকে । 10 ডিসেম্বর থেকে ভারতীয় দলের আগামী বিদেশ সফর দক্ষিণ আফ্রিকায় । তিনটি টি টোয়েন্টি ম্যাচ, তিনটি ওয়ান ডে এবং দু'টো টেস্ট ম্যাচ রয়েছে । যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তগত ।

2025 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল । তার যোগ্যতা অর্জনের ক্ষেত্রে দ্রাবিড়ীয় মন্ত্রের কি দরকার পড়বে না টিম ইন্ডিয়ার? উত্তর দেবে বোর্ড ৷ দ্রাবিড় নিজে কি ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকতে রাজি হবেন? সেটাও একটা বড় প্রশ্ন ৷ বিসিসিআই প্রেসিডন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে কোচ হিসাবে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে পা রাখেন রাহুল ৷ রাজিও হন দাদার কথাতেই ৷ এখন দাদার জমানা ফুড়িয়েছে ৷ এবার কি তবে দ্রাবিড় জমানার অবসান ৷

ভবিষ্যত কোন পথে এগোবে সেই সম্পর্কে রাহুল দ্রাবিড় স্বয়ং কোনও ইঙ্গিত দিতে পারেননি । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, "সত্যি কথা বলতে কি বিষয়টা নিয়ে চিন্তা করিনি । যাবতীয় চিন্তা বিশ্বকাপকে ঘিরেই ছিল । সমস্ত পরিকল্পনা বিশ্বকাপ এবং ফাইনাল নিয়ে আবর্তিত হয়েছিল । নিজের ভবিষ্যত নিয়ে ঠিক করিনি এখনও । পরে এ নিয়ে ভাবব । তবে এটুকু বলতে পারি হেরে গেলেও অনেক ইতিবাচক দিক ছিল এবারের বিশ্বকাপে।"

পরিবারকে সময় দেওয়া সম্ভব হবে না বুঝতে পেরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রধানের পদ ছেড়েছিলেন ৷ শেষমেষ সিনিয়র দলের দায়িত্ব নেন বোর্ড প্রেসিডেন্ট এবং সচিবের অনুরোধে ৷ 2023 সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্তই ছিল সেই চুক্তি । এবার বিশ্বকাপ শেষ । রাহুলের সঙ্গে কথা বলবে বোর্ড । দ্রাবিড়ের মতামত শোনা হবে । তিনি যদি বিরতি চান সেক্ষেত্রে অন্য কাউকে ভাবা হবে । দ্রাবিড় যদি রাজি না-হলে দক্ষিণ আফ্রিকা সফরে নতুন কোচকে দেখা যেতে পারে ।

একই ভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে লোকেশ রাহুলকে হয়তো নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে । কারণ বিশ্বকাপের ঝক্কি সামলানোর পাঁচদিনের মধ্যে ক্রিকেটীয় সিরিজ খেলার পরিশ্রম রোহিত শর্মা হয়তো নেবেন না । হার্দিক পান্ডিয়া চোট পেয়ে দলের বাইরে। ফলে নেতৃত্বের দায়িত্ব কার হাতে দেওয়া হবে সেটাও ভাবতে হবে । সূর্য যাদবের নামও এক্ষেত্রে বিবেচনায় আসতে পারে । শুধু দেশের মাটিতে আসন্ন টি-20 সিরিজ নয় দক্ষিণ আফ্রিকা সফরের সীমিত ওভারের দু'টো সিরিজেও রোহিত হয়তো খেলবেন না। কারণ বিশ্বকাপের ঝক্কি । সেক্ষেত্রে বিরাট কোহলি-রোহিতদের মত সিনিয়রদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচে দেখা যেতে পারে ৷

আরও পড়ুন:

  1. এই মুহূর্তগুলি সারাজীবন মনে থেকে যাবে, জানালেন অজিদের প্রথম পেস বোলার অধিনায়ক

ABOUT THE AUTHOR

...view details