নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি : ঐতিহাসিক ইডেন গার্ডেন্সের মাঠই তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে ৷ এই মাঠেই 2016 সালের টি-20 বিশ্বকাপে শেষ ওভারে পরপর ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে খেতাব জেতান ৷ ওই মুহূর্তটিকে কখনও ভুলবেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট ৷ নিজের ক্রিকেট কেরিয়ারের সেই স্মরণীয় মুহূর্তটিকে চিরকাল মনে রাখতে চান ৷ তাই সদ্যোজাত কন্যাসন্তানের নামে পয়া ইডেনের নাম জুড়ে দিলেন তিনি (Carlos Brathwaite daughter's name) ৷
গত 6 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছে ব্রেথওয়েটের ফুটফুটে কন্যাসন্তান ৷ সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে বাবা হওয়ার আনন্দ ভাগ করে নিয়েছেন ৷ হাসপাতাল থেকে কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, "তোমার আগমনের জন্য অপেক্ষা করাটাও আনন্দের ৷ তোমাকে ভালবাসায় মুড়ে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি ৷" পোস্টে স্ত্রী জেসি পার্পলের প্রতি ভালবাসা ব্যক্ত করেন ৷ তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে সদ্যোজাত কন্যার নাম ৷ চমক দিয়ে ক্যারিবীয় অলরাউন্ডার লেখেন, "মনে রাখবেন নামটা ৷ ইডেন রোজ ব্রেথওয়েট (Eden Rose Brathwaite) ৷ জন্ম তারিখ 2.6.2022 ৷"