উদয়পুর (রাজস্থান), 13 ফেব্রুয়ারি:আবারও বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya Remarriage)৷ না, অন্য কারওকে নয় ৷ স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচকেই আবার বিয়ে করছেন তিনি ৷ ডেস্টিনেশন ওয়েডিং-এর সেরা ঠিকানা রাজস্থানে গাঁটছড়া বাঁধবেন তাঁরা । সূত্রের খবর, উদয়পুরে এই বিয়ের উত্সব শুরু আজ অর্থাৎ 13 ফেব্রুয়ারি থেকে, চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত ।
যাবতীয় প্রথা মেনে বিয়ে: এই দম্পতি এর আগে 2020 সালের 31 মে আইনি বিবাহ সম্পন্ন করেন ৷ সে বছরই শিশুপুত্র অগস্ত্যের জন্ম দেন মডেল-অভিনেত্রী নাতাশা ৷ আর এ বার জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়বে এই জুটি । প্রথা মেনে গায়ে হলুদ, মেহেন্দি এবং সঙ্গীত সব আচার পালনের মাধ্যমে বিয়ে করতে চলেছেন এই দম্পতি । তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও মন্তব্য করেননি তাঁরা ।
জমকালো বিয়ের আয়োজন: 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে (Valentines day 2023) জমকালো অনুষ্ঠান হতে চলেছে উদয়পুরে । জাঁকজমক করে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছিল গত বছরের নভেম্বর মাসেই । সম্পর্ক তৈরি হওয়ার পর থেকে বারবার একে-অপরের প্রতি তাঁদের গভীর ভালোবাসা নজর এড়ায়নি ভক্তদের ৷ কোভিড -19 অতিমারির কারণে তাঁরা সেই সময় ধূমধাম করে বিয়ের আয়োজন করতে পারেননি । তবে এ বার বিয়ের অনুষ্ঠানে বন্ধু এবং পরিবার উপস্থিত থাকবে ৷