হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি:ঈশান কিষাণ (Ishan Kishan) এবং শুভমন গিল (Shubman Gill) । ভারতীয় দলের দুই তরুণ তুর্কী । জাতীয় দলের হয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে নিজেদের জায়গা পাকা করে ফেলেছেন দু'জনেই । আবার ওডিআই'তে ওপেনিংয়ে স্লটে কে জায়গা করে নেবেন, তা নিয়ে সুস্থ প্রতিযোগিতা চালাচ্ছেন দুই ব্যাটার । শুক্রবার সামনে এসেছে দুই তরুণ ক্রিকেটারের একটি ভিডিয়ো (Ishan Kishan and Shubman Gill video goes Viral) । ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গিলকে চড় মারছেন কিষাণ । তবে কি কোনও সংঘাতে জড়ালেন দুই তারকা ?
গত বছরের শেষেবাংলাদেশের বিরুদ্ধে দ্বি-শতরান করেছিলেন কিষাণ । নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বি-শতরান করে ফেলেছেন গিলও । শেষ টি-20 ম্যাচে তাঁর দুরন্ত শতরানে কিউয়ি 'বধ' করেছে ভারত । এই মুহূর্তে মারকাটারি পারফরম্যান্সে সতীর্থের থেকে খানিক এগিয়েই রয়েছেন পঞ্জাব তনয় । তারমধ্যেই সামনে এসেছে এই ভিডিয়ো । যাতে দেখা যাচ্ছে দলের স্পিনার যুজবেন্দ্র চাহালকেও ।