লখনউ, 28 অক্টোবর: লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্বকাপে 6 নম্বর ম্যাচ খেলতে নামবে আগামিকাল অর্থাৎ, রবিবার ৷ যে ম্যাচের আগে দু’টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটের অলিন্দে ৷ প্রথম, ভারতের টিম কম্বিনেশন কী হবে ? অনুমান করা হচ্ছে লখনউয়ের লালমাটির টার্নিং উইকেটে ভারত তিন স্পিনার খেলাবে ৷ সেখানে পেস বোলিংয়ে একজনকে বসাতেই হবে ৷ তাহলে তিনি কে ? মহম্মদ শামি না মহম্মদ সিরাজ ? ৷ আর দ্বিতীয়ত, প্রথম পাঁচ ম্যাচের চারটিতে হেরে সেমিফাইনালের রেস থেকে প্রায় ছিটকে যাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ভারতের মসৃণ যাত্রা পথে কাঁটা বিছিয়ে দেবে না তো ?
এ সবে উত্তর গতকাল মাঠেই পাওয়া যাবে ৷ কিন্তু, এই সবের একটা সম্ভাব ধারণা করা যেতে পারে ৷ যেখানে ভারতীয় দলের প্রথম একাদশের প্রথম সাতে কোনও বদলের সম্ভাবনা নেই ৷ যদি না, শেষ মুহূর্তে বিরল কোনও পরিস্থিতি তৈরি হয় ৷ আর শেষ চারজনের মধ্যে কুলদীপ এবং বুমরা নিশ্চিত ৷ ভারত রবিবারের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে ৷ সেখানে মহম্মদ শামি বা মহম্মদ সিরাজের একজনকে বসতে হতে পারে ৷ কিন্তু, কাকে বসাবে টিম ম্যানেজমেন্ট ?
নিউজিল্যান্ড ম্যাচে সুযোগ পেয়েই 5 উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন মহম্মদ শামি ৷ সেখানে শেষ পাঁচ ম্যাচে গুরুত্বপূর্ণ কিছু উইকেট নিলেও, মোটের উপর তেমন প্রভাব নিজের পারফর্ম্যান্সে করতে পারেননি মহম্মদ সিরাজ ৷ বরং, তাঁর হাত থেকে রান বেরিয়েছে প্রচুর ৷ সেই দিক থেকে সিরাজকে ইংল্যান্ডের বিরুদ্ধে বসানোর সম্ভাবনা প্রবল ৷ আর তা হলে, তিন স্পিনার এবং দুই পেসারে ভারত ব্রিটিশদের বিরুদ্ধে নামবে ৷ সেখানে 8 নম্বরে জাদেজার পর রবিচন্দ্রন অশ্বিন ব্যাটে ভরসা দেবেন ৷
আরও পড়ুন:শীতের শুরুতে অজি-কিউয়িদের ‘ব্যাটিং-যুদ্ধ’ উত্তাপ বাড়াল ধরমশালার