পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Duleep Trophy 2022: দলীপ ট্রফি চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 294 রানে জয় রাহানেদের

প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দক্ষিণাঞ্চলকে 294 রানের রেকর্ড ব্যবধানে হারিয়ে দলীপ ট্রফি জিতল পঞ্চিমাঞ্চল (West Zone Wins Duleep Trophy by 294 Runs) ৷ দ্বিতীয় ইনিংসে 265 রান করে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৷

West Zone Wins Duleep Trophy by 294 Runs Against South Zone
West Zone Wins Duleep Trophy by 294 Runs Against South Zone

By

Published : Sep 25, 2022, 7:11 PM IST

কোয়েম্বাটর, 25 সেপ্টেম্বর: যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খানের চওড়া ব্যাটে ভর করে দলীপ ট্রফি (Duleep Trophy 2022) জিতল পশ্চিমাঞ্চল ৷ প্রতিপক্ষ দক্ষিণাঞ্চলকে শেষদিনে 294 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দল (West Zone Wins Duleep Trophy by 294 Runs) ৷ ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ৷ টুর্নামেন্টের সেরা হয়েছেন জয়দেব উনাদকাট ৷ 529 রানের পাহাড় সমান রান তাড়া করতে নেমে এ দিন দক্ষিণাঞ্চল মাত্র 234 রান অল আউট হয়ে যায় ৷ চতুর্থ ইনিংসে 4 উইকেট নিয়েছেন শামস মুলানি ৷

প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও কোয়েম্বাটরে দক্ষিণাঞ্চলকে রেকর্ড ব্যবধানে হারিয়ে এদিন দলীপ ট্রফি ঘরে তুলল পশ্চিমাঞ্চল ৷ প্রথম ইনিংসে পশ্চিমাঞ্চল 270 রানে অল আউট হয়ে যায় ৷ অধিনায়ক রাহানে সহ-প্রথম তিন ব্যাটারের কেউ 10 রানের গণ্ডি পেরোতে পারেননি ৷ দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করা যশস্বী প্রথম ইনিংসে মাত্র 1 রানে আউট হন ৷ আরেক ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চাল 7 রান এবং অধিনায়ক রাহানে 8 রানে আউট হন ৷ এর পর শ্রেয়স আইয়ার (37) এবং সরফরাজ খান (34) পশ্চিমাঞ্চলের ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি কেউ ৷

কিন্তু, ছ'নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটার হীত প্যাটেল 98 রানের ইনিংস খেলেন ৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন জয়দেব উনাদকাট (47 রানে অপরাজিত) ৷ অন্যদিকে, দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে শুরুটা ভালো করতে পারেনি ৷ ওপেনার ময়ঙ্ক আগরওয়াল মাত্র 9 রানে আউট হন ৷ তবে, মিডল অর্ডারে বাবা ইন্দ্রজিৎ এর 118 রানের ইনিংসে দক্ষিণাঞ্চল 327 রান তোলে প্রথম ইনিংসে ৷ জয়দেব উনাদকাট নেন 4 উইকেট ৷

আরও পড়ুন:ঝুলনকে তাঁর অবসরে আগামীর শুভেচ্ছা ভারতীয় ক্রিকেটের

কিন্তু, পশ্চিমাঞ্চল তাদের দ্বিতীয় তথা ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের বন্যা বইয়ে দেয় ৷ দুই ওপেনার শুরু থেকেই ছন্দে ছিলেন ৷ যেখানে যশস্বী জয়সওয়াল 323 বলে 265 রানের দুর্দান্ত ইনিংস খেলেন ৷ আরেক ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চাল 64 বলে 40 রান করেন ৷ অধিনায়ক অজিঙ্ক রাহানে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মাত্র 15 রান করে আউট হন ৷ তবে, শ্রেয়স আইয়ার 71 রানের ঝকঝকে ইনিংস খেলেন ৷ এর পর সরফরাজ খানের ব্যাট থেকেও রান আসে ৷ তিনি 127 রানে অপরাজিত থাকেন ৷ প্রথম ইনিংসে 98 রান করা হীত প্যাটেল দ্বিতীয় ইনিংসে 51 রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে যান ৷

আরও পড়ুন:দীপ্তির করা ‘বৈধ’ বিনু মানকড়িয় রান আউটেও বিতর্ক, পাশে দাঁড়ালেন হরমনপ্রীত

চতুর্থ দিনেই চাপে পড়ে যায় দক্ষিণাঞ্চল ৷ শুরুতেই ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা ৷ ম্যাচের চতুর্থ দিনের চতুর্থ ইনিংসে 154 রানে 6 উইকেট হারায় দক্ষিণাঞ্চল ৷ ইনিংসে দক্ষিণাঞ্চলের সর্বাধিক রান করা রোহন (93) চতুর্থ দিনেই আউট হয়ে যান ৷ এ দিন পঞ্চিমাঞ্চলের জয় কেবল সময়ের অপেক্ষা ছিল ৷ সেখানে এ দিন আর 80 রান যোগ করে 234 রানে অল আউট হয় দক্ষিণাঞ্চল ৷ ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল এবং টুর্নামেন্টের সেরা জয়দেব উনাদকট ৷

ABOUT THE AUTHOR

...view details