পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs WI 2nd ODI: দ্বিতীয় ম্যাচে হার হার্দিকদের, সিরিজে সমতা ফিরিয়ে স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ

শনিবার বার্বাডোজে বিরাট এবং রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অধিনায়কের দায়িত্ব সামলেছেন হার্দিক পাণ্ডিয়া ৷ ভারত কোনও রকমে 180 টপকে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 80 বল বাকি থাকতে ম্যাচ জয় নিশ্চিত করে। এতেই দ্বিতীয় এক দিনের ম্যাচ জিতে সিরিজি সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।

IND vs WI 2nd ODI
সিরিজের দ্বিতীয় ম্যাচে হার হার্দিকদের

By

Published : Jul 30, 2023, 7:30 AM IST

Updated : Jul 30, 2023, 7:47 AM IST

বার্বাডোজ, 30 জুলাই:টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচেও দাপটের সঙ্গে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। প্রথম এক দিনের ম্যাচের পরে মনে হয়েছিল গতকাল বার্বাডোজেখুব সহজেই সিরিজ জিতবে ভারত। আর দ্বিতীয় ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজেরও দখল নিত ভারত। কিন্তু তা হল না ৷ সিরিজে ভেসে থাকতে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ জিতে নিলেন শাই হোপরা। বার্বাডোজেশেষ হাসি হাসল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের কাছে 6 উইকেটে হারল মেন ইন ব্লু ৷

এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। প্রথমে টেস্ট সিরিজের হার, পরে ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচে হারের বদলা নিতে মরিয়া ছিল ক্যারিবিয়ানরা। তাদের কাছে এটি ছিল ডু-অর-ডাই ম্যাচ। আগে ব্যাট করে ক্যারিবিয়ানদের বোলিং তোপে 36.4 ওভারে মাত্র 181 রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে 4 উইকেট হারিয়ে 80 বল হাতে রেখে সহজ জয় তুলে নেন শাই হোপরা ৷ প্রথমে বল হাতে দাপট দেখান ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। একমাত্র রান পান ঈশান কিষাণ। টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন এই তরুণ তুর্কি ৷

আরও পড়ুন:মানবিক উদ্যোগে অ্যাসেজের শেষ টেস্টে জার্সি বিভ্রাট ইংল্যান্ড ক্রিকেটারদের

182 রান তাড়া করতে নেমে শার্দূল ঠাকুরের বলে মাঝে খেই হারালেও শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই 6 উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় ক্যারিবিয়ানরা। এদিন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের রান সংখ্যা ছিল সবথেকে বেশি (63) ৷ পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কাইল মেয়ার্স ও ব্রেন্ডন কিং শুরুটাও ভালো করেন। কার্টি 48 রানে অপরাজিত থাকেন। 2টি চার ও 2টি ছক্কার সাহায্যে 80 বলে 63 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন ওয়েস্ট ইন্ডিজ দলনায়ক শাই হোপ।

টানা ক্রিকেটে খেলায় বিরাট এবং রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে। তৃতীয় একদিনের ম্যাচে ফের তাঁদের দেখা যাবে। উল্লেখ্য, প্রথম একদিনের ম্যাচে পাঁচ উইকেট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। টেস্ট সিরিজ আগেই জিতেছে ভারত। প্রথম একদিনের ম্যাচ জিতে চলতি সিরিজে এক শূন্যে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এবার দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফেরাল ক্যারিবিয়ানরা। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দেশ।

আরও পড়ুন:নির্বিষ ক্যারিবিয়ানদের সামনে ব্যাটারদের পরীক্ষা নিতে চান রোহিত-রাহুল

Last Updated : Jul 30, 2023, 7:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details