বার্বাডোজ, 30 জুলাই:টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচেও দাপটের সঙ্গে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। প্রথম এক দিনের ম্যাচের পরে মনে হয়েছিল গতকাল বার্বাডোজেখুব সহজেই সিরিজ জিতবে ভারত। আর দ্বিতীয় ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজেরও দখল নিত ভারত। কিন্তু তা হল না ৷ সিরিজে ভেসে থাকতে দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ জিতে নিলেন শাই হোপরা। বার্বাডোজেশেষ হাসি হাসল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের কাছে 6 উইকেটে হারল মেন ইন ব্লু ৷
এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। প্রথমে টেস্ট সিরিজের হার, পরে ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচে হারের বদলা নিতে মরিয়া ছিল ক্যারিবিয়ানরা। তাদের কাছে এটি ছিল ডু-অর-ডাই ম্যাচ। আগে ব্যাট করে ক্যারিবিয়ানদের বোলিং তোপে 36.4 ওভারে মাত্র 181 রানেই গুটিয়ে যায় ভারত। জবাবে 4 উইকেট হারিয়ে 80 বল হাতে রেখে সহজ জয় তুলে নেন শাই হোপরা ৷ প্রথমে বল হাতে দাপট দেখান ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। একমাত্র রান পান ঈশান কিষাণ। টানা দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন এই তরুণ তুর্কি ৷
আরও পড়ুন:মানবিক উদ্যোগে অ্যাসেজের শেষ টেস্টে জার্সি বিভ্রাট ইংল্যান্ড ক্রিকেটারদের